HIGHLIGHTS
Galaxy Note8 এর আপডেট সাইজ 707MB আর আপাত এই ফ্রান্সে পাওয়া যাচ্ছে
স্যামসং তাদের Galaxy Note8 আর Galaxy S6 edge+ এই দুটি স্মার্টফোনের জন্য নতুন আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। এটি একটি সিকিউরিটি আপডেট,আ যা জানুয়ারি মাসের জন্য সিকিউরিটি ফিক্স করবে। আজকে Flipkart রিপাব্লিকডে সেলে এই টিভি গুলি ৭০% অব্দি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
SurveyGalaxy Note8 ফোনটির আপডেট সাইজ 707MB আর আপাতত এটি ফ্রান্সে পাওয়া যাচ্ছে। মানে ফ্রান্সের অধিবাসীরা এই আপডেটটি ডাউনলোড করতে পারবেন। আপডেট ডাউনলোড করার জন্য আপনাকে সেটিংসএ যেতে হবে আর তার পরে সফটোয়্যার আপডেট মেনু সিলেক্ট করতে হবে। ফ্রান্স ছাড়া অন্যান্য জায়গাতেই এই আপডেটটি তাড়াতাড়ি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
আর অন্যদিকে Galaxy S6 edge+ স্মার্টফোনটি জানুয়ারি 2018’র সিকিউরিটি পেজ আপডেট পাওয়া শুরু করে দিয়েছে। এই আপডেটটি G928GUBU4CRA1 বিল্ড নম্বরের সঙ্গে পাওয়া যাচ্ছে। আপাতত এই আপডেটটি মেক্সিকোতে পাওয়া শুরু হয়েছে আর খুব তাড়াতাড়ি অন্য জায়গাতেও এই আপডেটটি পাওয়া যাবে।
সোর্সঃ