SAMSUNG GALAXY NOTE 10+ ফোনটি 2019 অক্টোবরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পেল

Updated on 22-Oct-2019
HIGHLIGHTS

Samsung Galaxy Note 10+ শুধুই যে এই সিকিউরিটি প্যাচ পেয়েছে তা নয়

আর এর সঙ্গে বেশ কিছু পরিবর্তন এসেছে

তবে এই আপডেট নিয়ে কোম্পানি কোন অফিসিয়াল ঘোষনা করেনি

জানা গেছে যে Samsung Galaxy Note 10+ ফোনটি একটি আপডেট পেয়েছে। আর এই নতুন আপডেটে এই ডিভাইসটি 2019 য়ের অক্টোবর সিকিউরিটি প্যাচ পেয়েছে। আর এর সগে এই ফোনে কিছু বড় পরিবর্তন দেখা গেছে যা এই আপডেটের অংশ হিসাবে এসেছে। আর এই আপডেটের বিষয়টি যদি দেখি তবে এই বিষয়ে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি।

আমরা যদি এই আপডেট দেখি তবে এই আপডেটের সাইজ 259.69MB । আর এর সঙ্গে আপনারা এতে বেশ কিছু আপডেট পাবেন। আর এই ডিহাইসের এই আপডেট বেশ কিছু ভেরিয়েন্টে দেওয়া হয়েছে। এই ভার্সানে N975FXXU1ASJ2, N975FOXM1ASJ2,আর N975FXXU1ASIC আছে। আর এই আপডেট থেকে ফোনের ক্যামেরাতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আর এছাড়া কি বোর্ড স্টেবিলিটি আর সফটোয়্যার স্টেবিলিটিও ঠিক হয়েছে। আর এর সঙ্গে এতে আরও একাধিক পরিবর্তন দেখা গেছে।

ফ্ল্যাগশিপ ফোন Galaxy Note 10+ য়ে আপনারা 6.8 ইঞ্চির HD+ কার্ভড ডায়ানামিক AMOLED ইনফিনিটি O ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কর্নিং গ্লাস 6 য়ের প্রোটেকশান।

এই ফোনে আছে 12GB র‍্যাম আর 256GB আর 512GB র স্টোরেজ। ফোনে 12মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনে 16 মেগাপিক্সালের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর সঙ্গে আছে আরও একটি 12মেগাপিক্সলাএর ক্যামেরা।

এই ফোনটিতে আল্ট্রা সোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে 43000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আছে S পেন।

Connect On :