Biggest discount on 6000mAh Battery phone Samsung Galaxy M35 5G price drop Amazon
আপনি যদি নতুন স্যামসাং ফোন কেনার কথা ভাবছেন যা দুর্দান্ত ফিচার সহ আসে তবে এটাই সুযোগ। Amazon সেলে Samsung galaxy M35 5G ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি 6000mAh এর বড় ব্যাটারি সহ আসে। এটি 53 ঘন্টার টকটাইম অফার করে। এছাড়া ফোনটি ভেপার কুলিং চেম্বার সহ আসে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে এবং ফিচার কী রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি অ্যামাজন সেলে অনেক সস্তায় কেনা যাবে। বলে দি যে অ্যামাজন সাইটে 1 মে থেকে Great Summer Sale শুরু হচ্ছে। এই সেলের আওতায় এই ফোনটি 10,500 টাকা পর্যন্ত সস্তায় কেনা যেতে পারে। কোম্পানি ফোনের ডিসকাউন্ট প্রাইস প্রকাশ করেছে সাইটে।
আরও পড়ুন: 13 হাজার টাকার কমে CMF Phone 1, নতুন CMF Phone 2 Pro লঞ্চের আগেই প্রচুর সস্তা হয় গেল ফোন
গ্যালাক্সি এম35 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় লিস্ট করা। তবে সেল চলাকালীন কোম্পানি এই ফোনে 40 শতাংশ এর বেশি ছাড় অফার করছে। গ্যালাক্সি এম35 5জি ফোনটি 13,999 টাকায় কেনা যাবে, যা HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এম35 5জি ফোনটি 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সহ আসে। ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এম35 5জি ফোন Exynos 1380 SoC চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এম35 5জি ফোনে OIS সাপোর্ট সহ 50MP রিয়ার ক্যামেরা দেওয়া যার সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা দেওয়া।
ফোনে পাওয়ার দিতে গ্যালাক্সি এম35 5জি ফোনে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।\