দুর্দান্ত ব্যাটারি এবং 5 ক্যামেরা সহ Samsung Galaxy M32 5G লঞ্চ, জেনে নিন এই 5G মোবাইলের দাম এবং ফিচার

Updated on 25-Aug-2021
HIGHLIGHTS

Samsung Galaxy M32 5G স্মার্টফোনের দাম 20,999 টাকা থেকে শুরু

স্যামসাং গ্যালাক্সি এম 32 5G স্মার্টফোন 12 ব্যান্ড সাপোর্ট করে

Samsung Galaxy M32 5G স্মার্টফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে

স্যামসাং এর নতুন 5G স্মার্টফোন বাজারে এসে গিয়েছে। সংস্থার নতুন স্মার্টফোন হল Samsung Galaxy M32 5G। স্যামসাং গ্যালাক্সি M32 5G স্মার্টফোনে MediaTek Dimensity প্রসেসর দিয়ে চলে এবং ফোনের ব্যাকে 4 ক্যামেরা দেওয়া। স্যামসাং গ্যালাক্সি M32 5G স্মার্টফোন নচ ডিসপ্লের সাথে আনা হয়েছে এবং চারপাশে থিক বেজেল দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম 32 5G স্মার্টফোন 12 ব্যান্ড সাপোর্ট করে এবং সংস্থার Knox সিকিউরিটি বিল্ট-ইন এর সাথে আসে।

Samsung Galaxy M32 5G ফোনের দাম এবং 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড়

Samsung Galaxy M32 5G স্মার্টফোনের দাম 20,999 টাকা থেকে শুরু। এই দাম 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলের। ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টও রয়েছে সংস্থার কাছে, তবে এখনও এই ভ্যারিয়্যান্টের দাম প্রকাশ করেনি সংস্থা। এই স্মার্টফোন স্লেট ব্ল্যাক এবং স্কাই ব্লু কালার অপশনে এসেছে। স্মার্টফোনের বিক্রি শুরু হবে 2 সেপ্টেম্বর দুপুর 1 টায় আমাজনে। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং EMI তে 2,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় থাকবে।

12 5G ব্যান্ড সাপোর্ট করে স্মার্টফোন

Samsung Galaxy M32 5G স্মার্টফোনে 6.5 ইঞ্চি ভি-ডিসপ্লে রয়েছে। এটি HD+ রেজোলিউশনের সাথে এসেছে। স্যামসাং গ্যালাক্সি M32 5G ফোন নচ এর সাথে আনা হয়েছে। যেখানে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে MediaTek Dimensity 720 প্রসেসর দেওয়া এবং এটি 12 5G ব্যান্ড সাপোর্ট করে। স্যামসাং এই স্মার্টফোনের সাথে 2 বছরের OS সাপোর্ট দেওয়া দাবি করা হয়েছে। Samsung এর এই ডিভাইস Android 11 ভিত্তিক Samsung One UI 3.1 এর সাথে আসে। স্মার্টফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

স্মার্টফোনে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা

Samsung Galaxy M32 5G স্মার্টফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের পিছনের মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের দেওয়া। এছাড়াও ফোনের পিছনে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের ফ্রন্ট 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Connect On :