SAMSUNG GALAXY M31 ফোন 15,000 টাকার মধ্যে লঞ্চ জানা গেছে এর সব স্পেক্স!!

SAMSUNG GALAXY M31 ফোন 15,000 টাকার মধ্যে লঞ্চ জানা গেছে এর সব স্পেক্স!!
HIGHLIGHTS

Galaxy M31 য়ে আপনারা কোয়াড রেয়ার ক্যামেরা পাবেন

32MP র সেলফি ক্যামেরার ফোন

ফোনে থাকবে Exynos 9611

পরবর্তী মিড রেঞ্জ স্যামসাং Galaxy M31 ফোনটি 25 ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে। আর লঞ্চের কয়েকদিন আগে অ্যামাজন ইন্ডিয়া এর একটি প্রোমোশানাল পেজ করেছে যেখানে এর কিছু স্পেক্স জানা গেছে। লেটেস্ট রিপোর্ট অনুসারে পরবর্তী ফোনের রেন্ডার কালার ভেরিয়েন্ট আর স্পেক্স শিট এসে গেছে।

Sudhanshu Ambhore (@Sudhanshu1414)র টুইট থেকে জানা গেছে যে এই Galaxy M31 ফোনে আপনারা Galaxy M30s য়ের মতন Exynos 9611 থাকবে। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ আসবে। আর এই ফোনের ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর টুইটারে এও বলা হয়েছে যে এই ফোনের দাম 15,000 টাকার কাছাকাছি হবে।

আমরা এর আগেই জানি যে এই ফোনে 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে আর এই ফোনটি FHD+ রেজিলিউশানের সঙ্গে আসবে। ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা থাকবে আর ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP (f/1.8)। আর লেটেস্ট টুইট অনুসারে এই ফোনের রেয়ারে 8MP র f/2.2 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5MP র f/2.2 ডেপথ ক্যামেরা আর 5MP র f/2.4 ম্যাক্রো ক্যামেরা থাকবে।

Galaxy M31 য়ে আপনারা একটি 6000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি 15W চার্জিং সাপোর্ট করবে। আর এই ফোনে ডুয়াল সিম স্লট দেওয়া হবে। আর এই ফোনের ওজন 191 গ্রাম। ফোনের স্পেক্স শিট ছাড়া লেটেস্ট লিক অনুসারে ফোনের রেন্ডার পোশট থেকে ফোনের তিনটি কালার ভেরিয়েন্ট বিষয়ে জানা গেছে। ফোনটি ব্ললু, ব্ল্যাক আর রেড কালারে দেখা যাবে।

আর রেন্ডার থেকে এই ফোনের চতুর্থ ক্যামেরা বাম্প বিষয়ে দেখা গেছে। আর এউই ফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর এই ফোনের স্পেক্স দেখে মনে হচ্ছে যে এই ফোনটি M30s য়ের আপগ্রেটেড ভার্সান হিসাবে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo