5000mAh ব্যাটারি যুক্ত SAMSUNG GALAXY M20 ফোনটি মাত্র 9,990 টাকায় পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

9,990 টাকার Samsung Galaxy M20 ফোনের দাম

অ্যামাজন ইন্ডিয়া আর স্যামসাং অনলাইন স্টোরে এসেছে

5000mAH য়ের ব্যাটারি যুক্ত ফোন

5000mAh ব্যাটারি যুক্ত SAMSUNG GALAXY M20 ফোনটি মাত্র 9,990 টাকায় পাওয়া যাচ্ছে

এই বছরের প্রথমে Samsung তাদের M সিরিজের ফোনে লঞ্চ করেছিল। আর এই সময়ে Galaxy M সিরিজে Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 স্মার্টফোন ছিল। আর অ্যামাজন ইন্ডিয়া  আর স্যামসাংয়ের অনলাইন স্টোরে Galaxy M20 ফোনটি মাত্র 9,990 টাকায় বিক্রি করা হবে। আর এবার এই ডিভাইসটি 10,990 টাকায় লঞ্চ করা হতে পারে। আর এই ডিভাইসটি 5000mAh য়ের ব্যাটারি যুক্ত আর এতে ডুয়াল ক্যামেরা আছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্মার্টফোনের এই ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত হবে আর যা 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে। আর এই ডিভাইসে আপনারা সিকিউরিটির জন্য ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে 15W টাইপ Cফাস্ট চার্জ অফার করা হবে।

SAMSUNG GALAXY M20

এই স্যামসাংয়ের স্মার্টফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির FHD+LCD ইনফিনিটী V ডিসপ্লে দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:9:5 হবে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা Exynos 7904 চিপসেট পাবেন। আর এই ফোনে 3GB র‍্যাম আর 4GB র‍্যাম আছে। আর এই ফোনের স্টোরেজ 32GB আর 64GB। আর এই ফোনে আপনারা 512GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনটিতে একটি 5000mAH য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo