Samsung Galaxy M14 4G
Samsung Galaxy M14 4G মডেল চুপিসারে লঞ্চ করে দিয়েছে কোম্পানি। মনে করিয়ে দি যে ভারতে Galaxy M14 এর 5G ভার্সন গত বছর আনা হয়েছিল। Galaxy M14 5G মডেলের তুলনায় নতুন Budget Phone-এ কিছু পরিবর্তন করা হয়েছে।
নতুন স্যামসাং ফোনে Snapdragon 480 প্রসেসর, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ, 50MP রিয়ার সেন্সরের মতো ফিচার অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে নতুন ফোনে।
ভারতে গ্যালাক্সি M14 ফোনের দাম 8,499 টাকা থেকে শুরু হয়ে। এই দামে আপনি ফোনের বেস মডেল 4GB+64GB কিনতে পারবেন। এছাড়া আরেকটি 6GB+128GB ভ্যারিয়্যান্টও রয়েছে, যার দাম 11,499 টাকা।
ফোনটি Arctic Blue এবং Sapphire Blue কালার অপশনে কেনা যাবে। ফোনের বিক্রি Amazon India থেকে শুরু হয়ে গিয়েছে।
স্যামসাং লেটেস্ট ফোনে 6.7-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য একটি ইনফিনিটি-ইউ-শেপ নচ দেওয়া।
পারফরম্যান্সের জন্য এতে Snapdragon 480 চিপসেট অফার করা হয়েছে।
ক্যামেরা সম্পর্কে কথা বললে, স্যামসাং ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের দেওয়া। এছাড়া 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ফ্রন্টে একটি 13 মেগাপিক্সেলে সেন্সর থাকছে।
স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফোনটি Android 13 ভিত্তিক OneUI 5.1 সিস্টামে কাজ করবে।
ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরও পড়ুন: Realme 12 5G: আইফোন ফিচার সহ ভারতে লঞ্চ দুটি সস্তা রিয়েলমি 5G ফোন, দাম 16 হাজার থেকে শুরু