Amazon Diwali Sale: 8000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি সহ Samsung Galaxy 5G স্মার্টফোন কেনার সুযোগ

Updated on 15-Oct-2025

Amazon Great Indian Festival Diwali Special সেলে স্মার্টফোনে সবচেয়ে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনার যদি বাজেট 8000 টাকার কম হয় এবং নতুন 5G Smartphone কিনতে চান, তবে এই সেলে দারুন সুযোগ রয়েছে। ই-কমার্স সাইটে এই বছর লঞ্চ হওয়া সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন Samsung Galaxy M06 5G ফোনে দুর্দান্ত ছাড় অফার করছে। ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা ক্রেডিট কার্ড পেমেন্টে অতিরিক্ত ক্যাশব্যাক পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের দাম এবং অফার সম্পর্কে।

Samsung Galaxy M06 5G ফোনের দাম কত এবং অফার কী

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি অ্যামাজন সাইটে 7999 টাকায় লিস্ট করা। বলে দি যে এই স্মার্টফোনটি এই বছর ফেব্রুয়ারি মাসে 9499 টাকায় লঞ্চ করা হয়েছিল। সেই হিসেবে ফোনটি 1500 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: মাত্র 8999 টাকায় বিক্রি হচ্ছে Motorola 5G স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

ব্যাঙ্ক অফার হিসেবে Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। যার পরে ফোনের দাম কমে যাবে।

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে নতুন ফোনে 7550 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনে অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ফিচার এবং স্পেক্স কী

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল, 90Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত রয়েছে। গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর কাজ করে।

এটি Android 15 ভিত্তিক One UI 6.0 তে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনে 5G, USB টাইপ সি পোর্ট, জিপিএস, 3.5mm হেডফোনের জ্য়াক, ওয়াই-ফাই এবং ব্লুটুথ v5.3 রয়েছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :