Samsung Galaxy F36 5G vs Moto G96 5G Price under Rs 20000 specs camera battery chipset Compare
Samsung কোম্পানি সম্প্রতি ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy F36 5G লঞ্চ করেছে। এই ফোনের প্রতিযোগিতা বাজারে আগেই লঞ্চ হওয়া Moto G96 5G এর সাথে হবে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি এবং মোটো জি৯৬ ৫জি দুটি ফোনই 20,000 টাকা দামে ভারতে আনা হয়েছে। দুটি স্মার্টফোনই 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। আসুন দুটি স্মার্টফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 17,499 টাকা দামে কেনা যাবে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলটি 18,999 টাকা দামে আনা হয়েছে।
এবার মোটো জি৯৬ ৫জি ফোনের দামের কথা বললে, এতে 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 17,999 টাকা। এছাড়া 8GB+256GB স্টোরেজের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
ডিসপ্লের কথা বললে, গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট। পাশাপাশি, মোটো জি৯৬ ৫জি ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ 10 বিট 3D কার্ভড pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট এবং 1600 নিট ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে এক্সিনোস 1380 5nm অক্টাকোর চিপসেট অফার করা হয়েছে। পাশাপাশি, মোটো জি৯৬ ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে মোটো জি৯৬ ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, মোটো জি৯৬ ৫জি ফোনে পাওয়া যাবে 5500mAh ব্যাটারি দেওয়া যা 33W ওয়্যারড টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি Android 15 ভিত্তিক One UI 7 এ কাজ করে। পাশাপাশি, মোটো জি৯৬ ৫জি ফোনটি Android 15 ভিত্তিক Hello UI স্কিন অপারেটিং সিস্টামে কাজ করে।