Samsung ভারতে Galaxy F12 এবং Galaxy F02s স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। স্যামসাং এর দুটি লেটেস্ট হ্যান্ডসেট যথাক্রমে গ্যালাক্সি M12 এবং গ্যালাক্সি M02S ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। Samsung Galaxy F12-এ এক্সিনোস 850 প্রসেসর, 6000mAh ব্যাটারি এবং কোয়াড-ক্যামেরা সেটআপের মতো ফিচার দেওয়া হয়েছে। তবে Samsung Galaxy F02s ফোনে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 জিবি স্টোরেজের মতো ফিচার রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি F12 লঞ্চ অফারের আওতায় বিশেষ দামে দেশে বিক্রি করা হবে। 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 10,999 টাকায় কেনা যেতে পারে। এতে ICICI ব্যাংক ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজেকশন থেকে পেমেন্ট করলে গ্রাহক 1 হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ফোন ব্ল্যাক, স্কাই ব্লু এবং সি গ্রিন রঙে পাওয়া যাবে।
লঞ্চের অফার শেষ হওয়ার পরে হ্যান্ডসেটের দুটি ভ্যারিয়্যান্ট যথাক্রমে 10,999 এবং 11,999 টাকায় পাওয়া যাবে। Galaxy F12 ফোনের বিক্রি ভারতে 12 এপ্রিল দুপুর 12 টা থেকে Flipkart এবং স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হবে।
এবার কথা Samsung Galaxy F02S ফোনের। এর 3GB RAM এবং 32GB স্টোরেজে ভ্যারিয়্যান্ট 8,999 টাকা এবং 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 9,999 টাকায় কেনা যাবে। এই ফোন কালো, সাদা এবং নীল রঙের বিকল্পে পাওয়া যাবে। এই ফোনের সেল 9 এপ্রিল দুপুর 12টায় ফ্লিপকার্ট এবং স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হবে।
স্যামসাং গ্যালাক্সি F12 ফোনে 6.5 ইঞ্চি এইচডি + ইনফিনিটি-V ডিসপ্লে দেওয়া যার রিফ্রেশ রেট 90Hz। ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 রয়েছে। হ্যান্ডসেটে এক্সিনোস 850 প্রসেসর, 4 জিবি র্যাম সহ 64 জিবি এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যেতে পারে।
ফোন অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক OneUI 3.1 কাস্টম স্কিনের সাথে আনা হয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। কানেক্টিভিটির জন্য Galaxy f12 ফোনে 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 এবং জিপিএসের মতো বিকল্প দেওয়া হয়েছে। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনে ডলবি এটমাস এবং ওয়াইডওয়াইন L1 সার্টিফিকেসন পাওয়া।
ফোনে রিয়ারে 48 মেগাপিক্সল প্রাইমারি, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। গ্যালাক্সি F12-এ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি F02S এর 6.5 HD+ ইনফিনিটি-V ডিসপ্লে রয়েছে যার অ্যাসপেক্ট রেশিও 20: 9। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট রয়েছে। ফোনটি 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম সহ 64 জিবি ইনবিল্ট স্টোরেজের সাথে বাজারে আনা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যেতে পারে।
Samsung এর এই ফোনে ফটোগ্রাফির জন্য পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য, এই ফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-C মতো ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy F02s অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক OneUI কোর কাস্টম স্কিন এর সাথে আসে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 15 ওয়াটের চার্জিংকে সপোর্ট করে।