Samsung Galaxy F06 5G gets massive price drop under Rs 9000 on Flipkart deal
আপনি কি 10,000 টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। আসলে ফ্লিপকার্ট সাইটে চলছে Big Bang Diwali সেল, যেখানে Samsung Galaxy F06 5G স্মার্টফোন অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে। যদিও কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনটি 10,000 টাকার বেশি দামে লঞ্চ করেছে, তবে এখন এটি মাত্র 8,999 টাকায় সেলে পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, কোম্পানি ফোনে বিশেষ ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে, যার পরে ফোনের দাম আরও কম হয় যাবে। এমন সময় যারা 5G স্মার্টফোনে আপগ্রেড হতে চান, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আসুন এই স্মার্টফোন ডিল সম্পর্কে আরও জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং নতুন Snapdragon প্রসেসর সহ iQOO 15 স্মার্টফোন লঞ্চ
অফারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ06 ৫জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 12,499 টাকায় আনা হয়েছে। তবে ফ্লিপকার্ট সেলে এই ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পরে ফোনটি 8,999 টাকায় কেনা যাবে।
ব্যাঙ্ক অফারে এই ফোনে Axis Bank Flipkart Debit Card পেমেন্টে 750 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ফোনে নো কস্ট ইএমআই অপশনও রয়েছে।
এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা তাদের পুরনো ফোনে 6700 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ06 ৫জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 800 নিটস এর পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট অফার করে।
প্রসেসর হিসেবে ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া যা 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এফ06 ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং 8 মেগাপিক্সল সেলফি ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে গ্যালাক্সি এফ06 ৫জি ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 11 মাস পর্যন্ত হবে না কোনো টাকা খরচ, BSNL দিচ্ছে সস্তা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, একগুচ্ছ ডেটা