8000 টাকার কম দামে কিনুন 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন, 4 বছর থাকবে নতুন
স্যামসাং বাজেট 5G Smartphone Samsung Galaxy F06 5G ফোনটি কেনার সঠিক সময় এখন
Flipkart এ স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে
অফারের আওতায় স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনটি ভারতে দুর্দান্ত দামে কেনা যাবে
স্যামসাং বাজেট 5G Smartphone Samsung Galaxy F06 5G ফোনটি কেনার সঠিক সময় এখন। ই-কমার্স সাইট Flipkart এ স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। স্মার্টফোনে পাওয়ারফুল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি এবং 4 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট সাপোর্ট দেওয়া। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন এবং অফার কী।
SurveySamsung Galaxy F06 5G ফোনে দুর্দান্ত ছাড়
অফারের আওতায় স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনটি ভারতে দুর্দান্ত দামে কেনা যাবে। গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভ্যারিয়্যান্ট 9499 টাকা দামে লঞ্চ হয়েছিল।
কিন্তু এখন এই ফোন 1000 টাকার সোজা ছাড়ের পর 8499 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

ব্যাঙ্ক অফারে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট SBI কার্ড পেমেন্টে গ্রাহকরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনে 5000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ছাড়ও অফার করবে তবে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে 6.6-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া প্রসেসর হিসেবে গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দেওয়া যা প্রতিদিনের টাস্ক এবং মিড রেঞ্জ গেমিংয়ের জন্য ভাল পারফরম্যান্স দেয়।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক One UI 6.1 এ চলে। কোম্পানির দাবি যে এই ডিভাইসে 4 বছর পর্যন্ত OS আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে ফোনে 4GB এবং 6GB RAM সহ 128GB স্টোরেজ পেয়ার করা।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile