দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের C7 প্রো উন্মুক্তের দুইমাসের মাথায় উন্মুক্ত করল স্যামসাং গ্যালাক্সি C5 প্রো। ১৬ মার্চ থেকে চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে। আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ ইয়ান।
আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে
৫.২ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে'র এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টা-কোর করটেক্স-এ৫৩ চিপসেট। ৪ জিবি র্যামের এই ফোনে আছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি'র মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য সি৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
১৪৫ গ্রাম ওজনের এই ফোনে ব্যাকআপের জন্য আছে ২ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি এবং ফোনটিতে ফোন ৪জি এলটিই সমর্থন করে।
আরও দেখুন : ৩৬০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে প্রথমবার বিশ্বের বাজারে এল স্মার্টফোন
আরও দেখুন : জিওর থেকেও সস্তা ভোডাফোনে ২৮ দিনে ২৮ জিবি ডেটা