এই স্যামসং স্মার্টফোনটিতে এই বিশেষ ফিচারটি থাকবেনা, খুব তাড়াতাড়ি এটি লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

Galaxy A8 (2018) ম্যানুয়ালি কিছু স্ন্যাপসের ডিজাইন কে কনফার্ম করেছে আর এ থেকে জানা গেছে যে এই ডিভাইসে কোন ফিজিকাল Bixby বটন থাকবেনা

এই স্যামসং স্মার্টফোনটিতে এই বিশেষ ফিচারটি থাকবেনা, খুব তাড়াতাড়ি এটি লঞ্চ হতে পারে

Samsung Galaxy A8 (2018) ফোন যা আগে Galaxy A5 (2018) বলে পরিচিত ছিল আর আমরা এবার এখানে এই ফোনটির বিষয়ে একটি খবর দেব। এই ডিভাইসটিতে 18:9 এর ইনফিনিটি ডিসপ্লে থাকবে আর এই ডিভাইসে 14nm স্যামসং এক্সিয়ন্স 7885 চিপসেট থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Galaxy A8 (2018) কে ম্যানুয়েলি স্ন্যাপস থেকে ডিজাইন কে কনফার্ম করেছে আর এ থেকে জানা গেছে যে এই ডিভাইসে কোন ফিজিকাল Bixby বটন থাকবেনা।

ম্যানুয়াল থেকে জানা গেছে যে এতে একটি হেডফোন জ্যাক থাকবে আর এর সঙ্গে এই ডিভাইসে একটি সিঙ্গেল সাইডেড ফায়ারিং স্পিকার থাকবে। সিঙ্গেল ক্যামেরার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে।

ম্যানুয়ালে ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপের বিষয়েও জানা গেছে আর যদি তাই হয় তবে এটি স্যামসং এর প্রথম স্মার্টফোন হবে যা ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত হবে।

Samsung Galaxy A8 (2018) সামনের বচ্রহ বড় Galaxy A8+ (2018) স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo