এই নতুন স্যামসং এর স্মার্টফোনটিতে এই অসাধারন ফিচারটি থাকবে, এটি ইউজার্সদের পছন্দ হবে বলেই আশা

HIGHLIGHTS

Samsung Galaxy A8+ (2018)’র লিক হওয়া ভিডিওতে 6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেখা গেছে, এই স্মার্টফোনটিতে 16MP + 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটআপ আর 16MP’র সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে

এই নতুন স্যামসং এর স্মার্টফোনটিতে এই অসাধারন ফিচারটি থাকবে, এটি ইউজার্সদের পছন্দ হবে বলেই আশা

Samsung Galaxy A8+ ফোনটির বিষয়ে একটি ভিডিও লিক দেখানো হয়েছে, যেখানে এই ফোনের ডিজাইন আর স্পেসিফিকেশানের বিষয়ে বলা হয়েছে। ভিডিও অনুসারে, Galaxy A8+ এর বিশেষত্ব এর ইনফিনিটি ডিসপ্লে যাতে Samsung Galaxy S8 আর Note 8 ফোন দুটিও ছিল। এই ডিভাইস গুলিতে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকতে পারে যার দাম 50,000 BDT (Rs 38,200 প্রায়) হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

লিক ভিডিওতে Samsung Galaxy A8+ ফোনটির মডেল নম্বর SM-A730F। ভিডিও অনুসারে এই ডিভাইসে 2.2GHz অক্টা-কোর এক্সিয়ন্স 7885 SoC তে কাজ করে। এই ডিভাইসে 6 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ইনফিনিটি ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 2280x1080p হবে। এই স্মার্টফোনটিতে 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে যাকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়।

এবার Galaxy A8+ এর অপটিক্সের বিষয়ে কথা বলা যাক, এই ফোনটিতে 16MP + 8MP’র ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে যা f/1.9 অ্যাপার্চার যুক্ত। এই ডিভাইসে 16MP’র রেয়ার ক্যামেরা থাকতে পারে যা f/1.7 অ্যাপার্চার লেন্স আর PDAF সাপোর্টের সঙ্গে আসবে। এই স্মার্টফোনটিতে 3500 mAh এর ব্যাটারি আছে আর তা ফাস্ট চার্জিং এর জন্য এই ডিভাইসে USB টাইপ C পোর্ট থাকবে। এই ডিভাইসের রেয়ার প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে আর স্যামসং পে আর কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্টেন্স Bixby যুক্ত হবে। এই ডিভাইসে IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। আর এই ডিভাইসে OIS আর ফেস আনলকের মতন ফিচার্সও থাকতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo