HIGHLIGHTS
স্যামসং তাদের A সিরিজ স্মার্টফোনের ব্র্যান্ডিং বদলাবার জন্য তৈরি, Galaxy A5 (2017) আর A7 (2017) এর যায়গা নিতে আসা ডিভাইস গুলি A5 (2018) আর A7 (2018) বলে পরিচিত হবেনা
স্যামসং এর Galaxy A5 (2018) স্মার্টফোনটি Galaxy A8 (2018) নামে কিনতে পাওয়া যাবে। এর মডেল নম্বর SM-A530 মানে এই ডিভাইসটি A5 (2017) লাইনে আছে যার মডেল নম্বর SM-A520।
Surveyএখনও অব্দি স্যামসং এই বদলের বিষয়ে ডিটেলসে কিছু বলেনি, কিন্তু এরকম বলাই যায় যে A সিরিজের হ্যান্ডসেটটি ফ্ল্যাগশিপ S লাইনের নাম অনুসারে আসবে আর তাই আপনার কাছে থাকা S8 আর S8+ ও মিড রেঞ্জ ফোনের জন্য A8 আর A8+ হবে।
দুটি স্মার্টফোন A8 (2018) আর A8+ (2018) ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে শিপ করা জতে পারে, যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত বড় স্ক্রিনের হবে আর এর রেজিলিউশান 1,080 x 2,160 হবে। দুটি ডিভাইসের রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। A8 স্মার্টফোনে এক্সিয়ন্স 7885 SoC বা স্ন্যাপড্র্যাগন 660তে কাজ করতে পারে যা 4GB র্যাম যুক্ত হবে। এর ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চি হবে।