4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট

Updated on 14-Apr-2025
HIGHLIGHTS

Samsung Galaxy A36 5G ফোন কেনার কথা ভাবছেন তবে Amazon সাইটে এই সময় দুর্দান্ত ছাড় অফার করছে

গ্যালাক্সি এ36 5জি ফোনটি অ্যামাজন সাইটে 30,999 টাকায় লিস্ট করা হয়েছে

লঞ্চ প্রাইস থেকে এই ফোনটি 4000 টাকা সস্তায় কেনা যেতে পারেন

Samsung Galaxy A36 5G ফোন কেনার কথা ভাবছেন তবে Amazon সাইটে এই সময় দুর্দান্ত ছাড় অফার করছে। অনলাইন শপিং সাইট গত মাসে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ36 5জি ফোনের দাম কমিয়ে দিয়েছে। সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। আসুন স্যামসাং গ্যালাক্সি এ36 5জি ফোনে পাওয়া ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A36 5G ফোনের দাম কত ভারতে এবং অফার কী

গ্যালাক্সি এ36 5জি ফোনের 8GB+128GB স্টোরজে মডেলটি অ্যামাজন সাইটে 30,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে এই ফোনটি গত মাসে 8GB+128GB স্টোরেজ মডেলটি 32,999 টাকায় লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: Poila Boishakh 2025 or Pohela Boishakh wishes in Bengali: প্রিয়জনদের জানান পয়লা বৈশাখের শুভেচ্ছা, দেখে নিন 25টির বেশি শুভেচ্ছা

ফোনটি ই-কমার্স সাইটে HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিতে পারে। ছাড়ের পর ফোনের দাম কমে 28,999 টাকা হয় যাবে। লঞ্চ প্রাইস থেকে এই ফোনটি 4000 টাকা সস্তায় কেনা যেতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ36 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ36 5জি ফোনে 6.7-ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 2340×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ36 5জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে। এই ফোনে 256GB স্টোরেজ দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 8MP ডেপথ সেন্সর এবং 5MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ36 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vodafone Idea: সবচেয়ে সস্তা আনলিমিটেড 5G ডেটা রিচার্জ প্ল্যান, কোনটি আপনার জন্য সেরা বিকল্প

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :