Samsung Galaxy A35 5G phone deal price drop under Rs 18000 on Flipkart BBD Sale
সাউথ কোরিয়ন স্মার্টফোন কোম্পানি Samsung ভারতের সবচেয়ে পছন্দের মধ্যে একটি। কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে Flipkart Big Billion Days Sale চলাকালীন দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। আমরা কথা বলছি Galaxy A35 5G ফোনে পাওয়া ডিল সম্পর্কে।
25 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে আসা মিডরেঞ্জ সেগামেন্ট সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি প্রথমবার এত টাকা ছাড়ে বিক্রি হবে। গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি প্রথমবার সেলে 20 হাজার টাকার কম দামে কেনা যাবে। বাজেট সেগামেন্টে আসা ফোনটি সেরা ডিল হতে পারে।
আপাতত ই-কমার্স সাইট ফ্লিপকার্টে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 21,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। বিগ বিলিয়ান ডেজ সেলে এই ফোনে পাওয়া অফার প্রকাশ করা হয়েছে। টিজ করা হয়েছে যে সেলে ফোনের দাম 17,xxx টাকা হবে। যার মানে এই ফোন সমস্ত অফার এবং ছাড়ের সাথে 18 হাজারের কম দামে পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে 6.6-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এতে প্রসেসর হিসেবে Samsung Exynos 1380 চিপসেটে কাজ করে। এই ডিভাইসে রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া।
সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি দেওয়া যা ফাস্ট চার্জি সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.