Price Cut: 6000 টাকা দাম কমল Samsung Galaxy A34 5G ফোনের, রয়েছে 8GB RAM এবং 5000mAh ব্যাটারি

Updated on 12-Apr-2024

Samsung Galaxy A34 5G গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনের বেস মডেলের দাম ছিল 30,999 টাকা। তবে এখন এই স্মার্টফোন সস্তায় (Price Cut) কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। আসলে, কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের দাম 6000 টাকা কমিয়ে দিয়েছে।

গ্যালাক্সি A34 5G ফোনের ফিচার হিসেবে রয়েছে 6.6-ইঞ্চি ফুল HD+ sAMOLED 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 1080 চিপসেট, এবং 25W ফাস্ট চার্জিং। এখন প্রশ্ন উঠছে যে এই ফোনটি কেনা উচিত কিনা। আসুন এই স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Infinix Note 40 Pro series: দুর্দান্ত ফিচার এবং বাজেট প্রাইসে আজ লঞ্চ হবে দুটি নতুন ইনফিনিক্স স্মার্টফোন, জানুন কী থাকবে বিশেষ

Samsung Galaxy A34 5G India price discount

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে, গ্যালাক্সি A34 ফোনের 8GB+128GB মডেলটি 24,499 টাকা দামে লিস্ট রয়েছে।

এখান থেকে বোঝাই যাচ্ছে যে ফোনটি আসল দাম 30,999 টাকা থেকে 6550 টাকা সস্তা হয়েছে।

এখন অনলাইন শপিং সাইট Flipkart-এ 26,499 টাকায় পাওয়া যাচ্ছে

এছাড়া স্যামসাং ফোনের 8GB+256GB মডেলটি 32,999 টাকা ছিল। যা এখন অনলাইন শপিং সাইট Flipkart-এ 26,499 টাকায় পাওয়া যাচ্ছে। যার মানে এই মডেলের দামও 6500 টাকা কম হয়েছে।

স্যামসাং ফোনটি তিনটি কালার Silver, Black, Light Green এবং Light Violet অপশনে কেনা যাবে।

Galaxy A34 স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: স্যামসাং ফোনে 6.6-ইঞ্চি ফুল HD+ sAMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এছাড়া এটি 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

RAM এবং স্টোরেজ: ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এটি MediaTek Dimensity 1080 চিপসেটে কাজ করে।

প্রসেসিংয়ের জন্য এটি MediaTek Dimensity 1080 চিপসেটে কাজ করে

ক্যামেরা: স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে প্রাইমারি সেন্সর OIS সহ 48MP সেন্সর দেওয়া। এতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5MP ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। এছাড়া ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম: ফোনটি Android 13-ভিত্তিক OneUI 5.1-এ চলে।

আরও পড়ুন: Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে বাম্পার অফার, 3000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :