Samsung Galaxy A15 5G new variant launched 2024
Samsung এর 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে বাজেটে এই স্মার্টফোন একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Samsung Galaxy A15 5G ফোনের দাম 2500 টাকা কমিয়ে দিয়েছে। যার পরে এটি লঞ্চ দাম থেকে আরও সস্তায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের নতুন দাম কত এবং ফিচার কী রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ15 5জি ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আসে। কোম্পানি সমস্ত মডেলে 2500 টাকা পর্যন্ত কম করেছে।
বলে দি যে ফোনের সমস্ত মডেল ছাড়ের পর এই দামে কেনা যাবে।
আরও পড়ুন: iPhone 16 vs Google Pixel 9: ক্যামেরা, প্রসেসর, ফিচার এবং দামের দিক থেকে কোনটি সেরা
গ্যালাক্সি এ15 5জি ফোনটি ছাড়ের সাথে অফলাইন রিটেল স্টোর এবং অনলাইন কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা য়াবে।
ডিসপ্লে: গ্যালাক্সি এ15 5জি ফোনে 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ইউ নচ ডিসপ্লে রয়েচে। এটি 90hz রিফ্রেশ রেট, 800 নিটস পিক ব্রাইটনেস এবং 1080×2340 পিক্সেল রেজোলিউশন দেওয়া হয়েছে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনে অক্টা-কোর ডাইমেনসিটি 6100+ চিপসেট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ15 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP প্রাইমারি সেন্সর, 5MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। পাশাপাশি, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13MP ফ্রন্ট সেন্সর থাকছে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে 25W চার্জিং সাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: Price Drop: 10000 টাকা পর্যন্ত সস্তা হল iPhone 15, iPhone 15 Plus এবং iPhone 14, জানুন নতুন দাম কত