Samsung Galaxy A14 5G ফোন ভারতে লঞ্চ, বাজেট দামে Realme-Redmi ফোনকে দেবে টেক্কা

Samsung Galaxy A14 5G ফোন ভারতে লঞ্চ, বাজেট দামে Realme-Redmi ফোনকে দেবে টেক্কা
HIGHLIGHTS

Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G

স্যামসাং গ্যালাক্সি A14 5G ভারতে তিনটি স্টোরেজে আনা হয়েছে ভারতে দুটি নতুন 5G Phone লঞ্চ হয়েছে

Galaxy A14 5G ফোন ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে

Samsung Galaxy A14 5G Launch: স্যামসাং আজ ভারতে দুটি নতুন 5G Phone লঞ্চ করেছে। এর মধ্যে একটি হল Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G। গ্যালাক্সি A14 5G দুটি ফোনে মধ্য়ে সবচেয়ে সস্তা দামের। এতে 8 জিবি RAM, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই 5G ফোন সম্পর্কে সমস্ত কিছু…

Samsung Galaxy A14 5G দাম

স্যামসাং গ্যালাক্সি A14 5G ভারতে তিনটি স্টোরেজে আনা হয়েছে। ফোনের বেস মডেল 4GB RAM+ 64GB স্টোরেজ সহ আসে, যার দাম 16,499 টাকা। ফোনের আরেকটি মডেল 6GB RAM+ 128GB স্টোরেজ মডেল 18,999 টাকায় আনা হয়েছে। সবচেয়ে বড় 8GB RAM+ 1228GB স্টোরেজ মডেল 20,999 টাকায় লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোন Dark Red, Light Green এবং Black কালার অপশনে 18 জানুয়ারি থেকে কেনা যাবে।

Samsung Galaxy A14 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি A14 5G ফোনটি 1080 x 2408 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 -ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। স্ক্রিনটি পিএলএস এলসিডি প্যানেলে তৈরি করা হয়েছে যা 90 হার্জ রিফ্রেশ রেটে কাজ করে। ফোনের স্ক্রিনের সাথে 16M কালার মতো ফিচারও পাওয়া যাবে। এই ফোনের ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 mm এবং ওজন 210 গ্রাম।

Samsung Galaxy A14 5G অ্যান্ড্রয়েড OS ভিত্তিক OneUI-এ লঞ্চ করা হয়েছে, যাতে 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডে চলা অক্টোকোর এক্সনোস 1330 প্রসেসরের সাথে আনা হয়েছে। Galaxy A14 5G এর বিশেষত্ব হল যে ফোন 2 বছরের ওএস আপগ্রেড এবং 4 বছরের সুরক্ষা আপডেট সহ আসে।

Galaxy A14 5G ফোন ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 -মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এছাড়া f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একই অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। এছাড়া, এই স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য f/2.0 অ্যাপারচার সহ একটি 13 -মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A14 ফোন ডুয়াল সিম সহ 5G এবং 4G দুটিতেই চলবে। সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডড পাওয়ার বোতাম দেওয়া হয়েছে। পাশাপাশি, স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি সাপোর্ট করে। কোম্পানির দাবি যে একবার চার্জে 2 দিন চলবে এই ফোন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo