HIGHLIGHTS
স্যামসাং গ্যালাক্সি A10e ফোনে ইনফিনিটি V ডিসপ্লে আছে
ফোনটিতে 3,000mAh য়ের ব্যাটারি আছে
এই ফোনটির প্রাথমিক দাম $179.99
স্মার্টফোন কোম্পানি স্যামসাং তাদের Samsung Galaxy A10e ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি আমেরিকাতে এই ফোনটি গ্যালাক্সি A সিরিজের ফোন হিসাবে লঞ্চ করেছে। এই ফোনটির সঙ্গে কোক্মপানি তারাতার Samsung Galaxy A20 ফোনটিও বিক্রি করা শুরু করবে। আর এই Samsung Galaxy A10e ফোনটি আমেরিকাতে এসেছে তবে এটি ভারতে কবে আসবে সেই বিষয়ে কিছু জানা জায়নি। দামের ক্ষেত্রে এই ফোনটি আমেরিকাতে $179.9 মানে ভারতীয় মুদ্রায় 12,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি 32GB স্টোরেজে এসেছে।
Surveyআপনাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত এই নতুন ফোনের স্পেক্স জানা জায়নি। কোম্পানির অফিসিয়াল পরে রিলিজ যদি মানা হয় তবে এই ফোনটি 5.83 ইঞ্চির ইনফিনিটি V ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে আর এইও ফোনে একটি 3,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে 8MP র রেয়ার ক্যামেরা আছে।ফোনের প্রসেসার আর অপারেটিং সিস্টেমের বিষয়ে জানা জায়নি। গিকবেঞ্চের লিস্টিং থেকে ফোনটির কিছু স্পেক্স জানা গেছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ে চলবে বলে জানা গেছে আর এই ফোনে এক্সিয়ন্স 7884 প্রসেসার আর 2GB র্যাম থাকতে পারে। আর এই ফোনের বিষয়ে এখনও কিছু অফিসিয়ালি জানা জায়নি।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।