Samsung Galaxy A06 With 50MP Camera Launched in India Price Specification
স্যামসাং কোম্পানি ভারতের বাজারে Samsung Galaxy A06 লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনে অক্টা-কোর MediaTek Helio G85 চিপসেট অফার করা হয়েছে। নতুন স্যামসাং গ্যালাক্সি ফোনটি মাত্র 9999 টাকা দামে ভারতে এসেছে। আসুন দেরি না করে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভারতে লেটেস্ট স্যামসাং স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনের বিক্রি কোম্পানির ই-স্টোর থেকে করা হচ্ছে।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনে 6.7-ইঞ্চির LCD HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য স্যামসাং ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া।
ক্যামেরা: গ্যালাক্সি এ06 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Moto G45 5G Vs Realme C63 5G: 11,000 টাকার কম দামে কোন বাজেট ফোনটি সেরা? দেখে নিন তুলনা