#image_title
সাইবার মিডিয়া রিসার্চ (CMR) এর একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে, যা ইন্ডিয়া মোবাইল হ্য়ান্ডসেট মার্কেট রিভিউ রিপোর্ট যা H1 2023 এর জন্য় এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতে 5G Smartphone এর বিক্রি 30 শতাংশ বেড়েছে। এই রিপোর্টে ভারতে সেরা 5 স্মার্টফোন কোম্পানির বিষয়ও তথ্য দেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি সম্পর্কে…
এই লিস্টে Oppo কোম্পানি ভারতে শীর্ষ স্মার্টফোন তালিকায় 5 নম্বরে রয়েছে। ওপ্পোর মার্কেট শেয়ার বর্তমানে 10 শতাংশর কাছাপাশি বলা হচ্ছে।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Realme সংস্থা। রিপোর্ট অনুযায়ী H1 2023-তে কোম্পানির প্রায় 10 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।
https://twitter.com/prabhu_ram/status/1693560406428803447?ref_src=twsrc%5Etfw
তৃতীয় স্থানে রয়েছে শাওমি কোম্পানি। রিপোর্ট অনুযায়ী কোম্পানি ভারতে সেরা স্মার্টফোন সংস্থার মধ্যে একটি। H1 2023 এর রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানির ভারতে 16 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।
এই তালিকায় Xiaomi কে পিছেয়ে এগিয়ে গেল Vivo সংস্থা। ভিভো এই লিস্টে দ্বিতিয় স্থানে রয়েছে। ভারেত Vivo-এর প্রায় 16 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।
ভারতীয় বাজারে নিজের দাপট বানিয়ে সবার শীর্ষে রয়েছে Samsung, যার ভারতে মার্কটে শেয়ার 19 শতাংশ রয়েছে। আপনি এই 5টি কোম্পানির মধ্যে কার স্মার্টফোন এবং কোন ডিভাইস ব্যবহার করছেন, আমাদের জানান…