তিনটি 48MP ক্যামেরা যুক্ত শাওমি ফোনের মধ্যে একটি তুলনা মূলক আলোচনা

Updated on 17-Oct-2019
HIGHLIGHTS

এখানে আমরা Redmi Note 8, Redmi Note 7S আর Redmi note 7 য়ের তুলনা করে দেখব

তিনটি ফোনেই আছে 48MP র মেন ক্যামেরা

এই ফোনে এর সঙ্গে আছে ডিউ ড্রপ নচ

আজকে আমরা এখানে আপনাদের জন্য তিনটি শাওমি ফোনের তুলনামূলক আলোচনা নিয়ে এসেছি। এখানে আমরা যে তিনটি ফোনের কথা বলব তাঁর মধ্যে দুটি ফোন কোম্পানির Note 7 সিরিজের আর একটি ফোন সদ্য লঞ্চ হওয়া Note 8 সিরিজের। আর এই ফোন তিনটির মিল এই ফোনের মেন 48MP র ক্যামেরা। আর আজকে এখানে আমরা Redmi Note 8, Redmi Note 7S আর Redmi note 7 য়ের তুলনা করে দেখব। আর এই তিনটি ফোনে আছে ডিউ ড্রপ নচ।

Redmi Note 8 VS Redmi Note 7S VS Redmi Note 7 ডিসপ্লে

প্রথমে আমরা এই ফোন তিনটির ডিসপ্লে দেখে নেব। Redmi Note 8 ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির HD ডিসপ্লে পাবেন। আর Redmi Note 7S য়ে আছে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আর Redmi Note 7 ফোনেও আছে এই একই 6.3 ইঞ্চির ডিসপ্লে।

Redmi Note 8 VS Redmi Note 7s VS Redmi Note 7 য়ের হার্ডওয়্যার ও সফটোয়্যার

এই ফোন তিনটিই অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে যা MIUI 10 সাপোর্ট করে।

আর Redmi Note 8 ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার আর এই ফোনে আছে অ্যাড্রিনো 610 GPU। Redmi Note 7S ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আর অ্যাড্রিনো 512। আর সেখানে Redmi Note 7 ফোনে পাবেন অ্যান্ড্রয়েড স্ন্যাপড্র্যাগন 660 আর অ্যাড্রিনো 512.

Redmi Note 8 VS Redmi Note 7S VS Redmi Note 7 য়ের র‍্যাম আর স্টোরেজ

Redmi Note 8 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

Redmi Note 7S ফোনে আছে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর Redmi Note 7 ফোনে আপনারা সেখানে পাবেন 3GB র‍্যাম 32GB স্টোরেজ, 4GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম 128GB স্টোরেজ আর ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Redmi Note 8 VS Redmi Note 7S VS Redmi Note 7 য়ের ক্যামেরা

আমরা এর আগেই আপনাদের জানিয়েছি যে ভারতে এই তিনটি ফোনেরই অন্যতম বড় বৈশিষ্ট্য এই যে এই ফোনে আপনারা মেন ক্যামেরাতে পাবেন 48MP র মেন ক্যামেরা।

Redmi Note 8 ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ যা 48MP+8MP+2MP+2MP র ক্যামেরা দিচ্ছে। আর ফ্রন্টে ওয়াডার ড্রপ নচে আছে একটি 13MP র ক্যামেরা।

Redmi Note 7S ফোনে 48MP র মেন ক্যামেরার সঙ্গে আছে একটি 5MP র ক্যামেরা। আর এর ফ্রন্টে আছে 13MP র ক্যামেরা।

আর Redmi Note 7 ফোনে আপনারা পাবেন 48+5+12MP র ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে আধচে একটি 13MP র মেন ক্যামেরা।

Redmi Note 8 VS Redmi Note 7S VS Redmi Note 7 ব্যাটারি

Redmi Note 8 ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর ফোনের বক্সে সেই 18W চার্জার দেওয়া হয়েছে।

Redmi Note 7S ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি আর যা 18W কুইক চার্জ সাপোর্ট করে।

Redmi Note 7 ফোনে আপনারা পাবেন 4000mAh য়ের 18W কুইক চার্জ সাপোর্টের ব্যাটারি।

Connect On :