Redmi Note 7 ফোনের সম্ভাব্য দাম

HIGHLIGHTS

Xiaomi তাদের Redmi Note 7 ফোনে আলাদা কিছু নিয়ে আসছে আর আজকে তারা তাদের এই ফোনটি চিনের পরে ভারতে লঞ্চ করতে চলেছে আর এই ফোনটি 10,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে

Redmi Note 7 ফোনের সম্ভাব্য দাম

হাইলাইট

  • নিউ দিল্লিতে Redmi Note 7 ফোনের লঞ্চ ইভেন্ট হবে
  • এই ফোনটি 10,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

চিনের স্মার্টফোন কোম্পানি Xiaomi র সাব ব্র্যান্ড Redmi আজকে তাদের লেটেস্ট ফোন Redmi Note 7 ফোনটি দিল্লিতে একটি ইভেন্টে আজকে লঞ্চ হবে। আর এই ফোনটি চিনে এর আগে লঞ্চ হয়েছে। আর এই ফোনের বৈশিষ্ট্য এর 48MP র রেয়ার ক্যামেরা আর ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9।

এই ফোনটি ডুয়াল সিমের সঙ্গে MIUI 9 নির্ভর অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এই ফোনে আলাদা 2.2GHz স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার আছে যা 3GB র‍্যাম আর 4GB র‍্যামের সঙ্গে 6GB র‍্যামেও লঞ্চ করা হবে। আর এই ফোনটিতে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট আছে 32GB আর 64GB। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি পিঙ্ক, রেড, ব্লু আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Xiaomi Redmi Note 7 ফোনের সম্ভাব্য দাম

চিনে লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনটির দামের বিষয়ে যদি বলি তবে এই ফোনের প্রাথমি দাম 999 ইউয়ান মানে প্রায় 10,300 টাকা। আর এর সঙ্গে মনে করা হচ্ছে যে এই ফোনের দাম এখানেও এর কাছাকাছি হবে। এই ফোনের দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যা 3GB/32GB আর 4GB/64GB এদের দাম যথাক্রমে 1,199 ইউয়ান আর 1,399 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় 12,400 টাকা আর 14,500 টাকা।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo