Redmi Note 7 Pro 48MP ক্যামেরার সঙ্গে ভারতে Redmi Note 7 ফোনের সঙ্গে লঞ্চ হ্লঃ এদের দাম, স্পেক্স, ফিচার্সও বাকি সব কিছু

Redmi Note 7 Pro 48MP ক্যামেরার সঙ্গে ভারতে Redmi Note 7 ফোনের সঙ্গে লঞ্চ হ্লঃ এদের দাম, স্পেক্স, ফিচার্সও বাকি সব কিছু
HIGHLIGHTS

Redmi Note 7 Pro, Redmi Note 7 ফ্লিপকার্ট, মি ডট কমের মাধ্যমে সামনের মাসে কেনা যাবে

হাইলাইট

  • Redmi Note 7 Pro ফোনটি ভারতে Redmi Note 7 ফোনের সঙ্গে লঞ্চ হল
  • Redmi Note 7 pro ফোনটি 4GB র‍্যাম আর 6GB র‍্যামে পাওয়া যাবে এর প্রাথমিক দাম 13,999টাকা
  • Redmi Note 7 ফোনটি 3GB র‍্যাম আর 4GB র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ হল এর প্রাথমিক দাম 9,999 টাকা

 

অনেক দিনের অপেক্ষার পরে অবশেষে ভারতে Redmi Note 7 ফোনটি লঞ্চ হল এই ফোনটির সঙ্গে ভারতে Redmi Note 7 Pro ফোনও লঞ্চ হয়েছে। আর এই ফোনে 48MP র Sony IMX586 সেন্সার আছে। আর সেখানে Redmi Note 7 ফোনটি চিনে 48MP Samsung G1 সেন্সারের সঙ্গে লঞ্চ করেছিল আর ভারতে এই ফোনটির অপ্টিক্সে পরিবর্তন হয়ে লঞ্চ হয়েছে। এই ফোনটি 12MP র সেন্সার পাচ্ছে 48MP র সেন্সারের জায়গায়।

Redmi Note 7 Pro ফোনের স্পেসিফিকেশান

Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+LTPS স্ক্রিন পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এতে ওয়াটার ড্রপ নচ দেওয়া হেয়ছে। আর এই ফোনটিতে সানলাইট ডিসপ্লে বুস্টের মতন ফিচার দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675SoC পাবেন আর এই ফোনে একটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।
 

আর এই Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 48MP রেয়ার ক্যামেরা পাচ্ছেন আর এর সঙ্গে একটি 5MP র সেকেন্ডারি ক্যামেরা আছে । আর এই ক্যামেরা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনটিতে হাফ ইঞ্চির স্টেকড CMOS সেন্সার আছে আর এই সঙ্গে এই ফোনে ভাল লো লাইট ছবি তোলা যাবে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার f/1.7। কোম্পানি বলেছে যে এই Redmi Note  ফোনের ক্যামেরা 12MP র ইমেজ তুলতে পারে 48MP র ক্যামেরাতে, আর এই ফোনের প্রোমোডে ক্যামেরা অ্যাপ আছে। আর এই ক্যামেরা 33টি সিন রেকগঝেশান AI সিন ডিটেকশানের সঙ্গে পাওয়া যাচ্ছে। আর অন্য দিকে এই ফোনটিতে 4k ভিডিও 39fps স্পিডে তোলা যায় সঙ্গে আছে EIS য়ের সুবিধাও। এই Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 13MP র ফ্রন্টয় ক্যামেরা পাবেন যা ফেস আনলক করতে পারে।

Redmi Note 7 Pro ফোনটি গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান জুক আর তা এই ফোনের দুদিকেই দেওয়া আছে। আর এই ফোনটি টাইপ C  পোর্ট যুক্ত। আর এই ফোনটি MIUI 10 নির্ভর অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 18W য়ের ফাস্ট চারজ সাপোর্ট করে আর বক্সে একটি 10W য়ের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে।

Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান

ভারতে Redmi Note 7 ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে আর এটি তিনটি ভেরিয়েন্টে চিনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ভারতে 3GB/32GB আর 4GB/64GB ভেরিয়েন্টে এসেচঘে। আর এই ফোনে একটি 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে গোরিলা গ্লাস 5 আছে। এই ফোনটিতে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+2MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর কোম্পানি চিনে এই ফোনে 48MP র Smasung GM_1 সেন্সার দিয়েছে। এই ফোনে 12MP প্রাইমারি ক্যামেরা আছে আর এর সঙ্গে এতে একটি 5MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর ফোনটিতে একটি 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ফোনটি কুইক চার্জ 4.0 সাপোর্ট করে।

Redmi Note 7 Pro আর Redmi Note 7 ফোনের দাম আর অ্যাভেলেবিলিটি

Redmi Note 7 Pro ফোনটি ভারতে নেপুচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া আজবে। আর এই ফোনটি 4GB/64Gb ভেরিয়েন্টের দাম 13,999 টাকা আর এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর Redmi Note 7 ফোনটি অনেক্স ব্ল্যাক, রুবি রেড আর সাফায়ার ব্লু কালারে পাওয়া যাবে আর এই ফোনটির 3GB/32GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর এর সগ্নে এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা।

আর এই ফোন গুলি মি ডট কম, ফ্লিপকার্ট আর মি হোম থেকে কেনা যাবে। redmi Note 7 ফোনটি আপনারা 6 মার্চ দুপুর 12 টায় কিনতে পারবেন। আর এর সগে Redmi Note 7 Pro ফোনটি আপনারা 13 মার্চ দুপুর 12টায় কিনতে পারবনে এই একই জায়গা থেকে। আর এর সঙ্গে এয়ারটেল স্পেশাল 1120 GB 4G ডাটা অফার করছে। আর এর সঙ্গে কোম্পানি আরও অনেক কিছু লঞ্চ করেছে এর সঙ্গে কোম্পানি একটি হেডসেট 349 টাকায় নিয়ে এসেছে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo