Redmi Note 15 and Realme 16 Pro Launch on 6 January tommorow Expected Specs, Features
নতুন বছর 2026 সাল শুরু হয় গেছে। যদি আপনি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আগামীকালই সুযোগ। ভারতীয় বাজারে জানুয়ারী মাসে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এতে Realme এবং Xiaomi কোম্পানির Redmi এর লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন আগামীকাল 6 জানুয়ারী লঞ্চ হবে। এতে থাকবে Redmi Note 15 এবং Redmi Pad 2 Pro, এবং Realme-এর Realme 16 Pro সিরিজের স্মার্টফোন। আসুন এই আপকামিং স্মার্টফোনের বিষয় জেনে নেওয়া যাক।
শাওমি ঘোষণা করেছে যে 6 জানুয়ারী ভারতে Redmi Note 15 5G স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোনে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি 45W ফাস্ট চার্জিং সহ 5520mAh ব্যাটারি সহ আসবে। এই স্মার্টফোনে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP66 রেটিং দেওয়া। এই স্মার্টফোনে Android 15-এর উপর ভিত্তি করে Xiaomi Hyper OS 2 অপারেটিং সিস্টেমে চলবে। রেডমি নোট 15 5জি ফোনটি ই-কমার্স সাইট Amazon-এর মাধ্যমে বিক্রি করা হবে। রেডমি নোট 15 স্মার্টফোনের পাশাপাশি Redmi Pad 2 Proও লঞ্চ করবে।
রিয়েলমি কোম্পানি ভারতে নতুন সিরিজ রিয়েলমি 16 প্রো সিরিজ 6 জানুয়ারী চালু করবে। এই সিরিজে আনা হবে, রিয়েলমি 16 প্রো এবং রিয়েলমি 16 প্রো প্লাস। রিয়েলমি 16 প্রো সিরিজে থাকবে Urban Wild ডিজাইন। এই স্মার্টফোনে থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং চারটি কালার অপশন। রিয়েলমি তাদের আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে বেশ কিছু ডিটেল প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে ক্যামেরার ডিটেল, ডিজাইন এবং কালার।
রিয়েলমি 16 প্রো সিরিজের জন্য বিখ্যাত ডিজাইনার Naoto Fukasawa-এর সাথে পার্টনারশিপ করেছে। এতে একটি একেবারে নতুন ডিজাইন থাকবে। এই সিরিজে প্রথমবার জৈব-ভিত্তিক অর্গানিক সিলিকন মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটি Master Gold, Master Grey, Camellia Pink এবং Orchid Purple সহ ৪টি রঙে পাওয়া যাবে।
আরও পড়ুন: 32MP ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনের দাম হল কম, 6000 টাকা সস্তায় কেনার সুযোগ