Xiaomi শীঘ্রই ভারতে তার Redmi Note 14 series লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগেই ভারতীয় বাজারে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ এর দাম লিক হয় গেছে। রেডমির আগামী ফোনে 12GB RAM সহ 512GB স্টোরেজ দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 14 সিরিজ সম্পর্কে জেনে নেওয়া যাক।
টেক কোম্পানি 9 ডিসেম্বর ভারতে রেডমি নোট 14 সিরিজ লঞ্চ করতে চলেছে। বাজারে আসার আগেই টিপস্টার অভিষেক যাদব X (টুইটার) রেডমি নোট 14 লাইনআপ এর ভারতীয় দাম শেয়ার করেছে।
শাওমি এর তরফে ভারতীয় বাজারে নোট 14, নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাস তিনটি মডেলই আনা হবে। এছাড়া আপকামিং রেডমি নোট 14 সিরিজ ভারতে একাধিক স্টোরেজ বিকল্পে আনা হবে।
আপকামিং রেডমি নোট 14 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হবে। এছাড়া ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা হবে এবং 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে।
রেডমি নোট 14 প্রো ফোনের দামের কথা বললে, 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 30,999 টাকা।
নোট 14 প্রো প্লাস ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 34,999 টাকা। ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 36,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজের দাম 39,999 টাকা রাখা হয়েছে।
টিপস্টার জানিয়েছে এই দামগুলি ফোনের MRP দাম। যার মানে ভারতে এই ফোনগুলি ভারতে MRP দাম থেকে কম হবে। এছাড়া টিপস্টার জানিয়েছে যে চীনে লঞ্চ হওয়া রেডমি নোট 14 সিরিজের তুলনায় ভারতীয় মডেলগুলি কিছুটা আলাদা হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme এর সস্তা স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার