Xiaomi Redmi Note 14 Series first sale offers
Xiaomi ভারতীয় বাজারে তার নতুন Redmi Note 14 Series লঞ্চ করেছে। সিরিজে তিনটি দুর্দান্ত স্মার্টফোন Redmi Note 14 Pro+, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 আনা হয়েছে। তিনটি ফোনের প্রথম সেল আজ অর্থাৎ 13 ডিসেম্বর শুরু হচ্ছে। আপনি যদি এই তিনটি ফোনের মধ্যে কোনো একটি কেনার কথা ভাবছেন তবে তৈরি হয় যান। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 14 সিরিজের স্মার্টফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
রেডমি নোট 14
রেডমি নোট 14 প্রো
নোট 14 প্রো প্লাস
তিনটি মডেল 13 ডিসেম্বর দুপুর 12 টায় Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Pushpa 2 OTT: ওটিটি তে কবে আসছে আল্লু অর্জুন-রশ্মিকা অভিনিত পুষ্পা 2 , জেনে নিন এখানে
নোট প্রো প্লাস ফোনে 6.67-ইঞ্চি 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এতে 4nm Snapdragon 7s Gen 3 চিপসেট পাওয়া যাবে, যা 12GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে নোট 14 প্রো প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP এর লাইট হান্টার 800 সেন্সর, শাওমির হাইপারওএস স্টেবলাইজেশন ফিচার সাপোর্ট করে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2.5x অপটিকাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 20MP সেন্সর দেওয়া। পাওয়ার দিতে ফোনে 90W ফাস্ট চার্জিং সহ 6200mAh ব্যাটারি রয়েছে।
বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। দুটি ফোনই মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসরে কাজ করে। তবে বেস মডেলে ফুল-এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নো 14 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। এতে 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রেডমি নোট 14 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP মেইন সেন্সর এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রেডমি নোট 14 প্রো ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি থাকবে। নোট প্রো মডেলে 45W চার্জিং সহ 5110mAh ব্যাটারি দেওয়া।
আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়