Redmi Note 13 Pro plus 5G price drop rs 10500 cheapest on Amazon
আপনি যদি 25 হাজার টাকার বাজেটে 5G ফোন কিনতে চান তবে Redmi Note 13 Pro+ 5G একটি ভাল বিকল্প হতে পারে। এই সময় অনলাইন শপিং সাইট Amazon এ দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। গ্রাহকরা ব্যাঙ্ক অফারেও অতিরিক্ত ছাড় পেতে পারেন। আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ অফারে আরও কম দামে কেনা যাবে। আসুন রেডমি নোট 13 প্রো+ 5জি ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
রেডমি নোট 13 প্রো প্লাস ফোনের 8 জিবি সহ 256 জিবি স্টোরেজ মডেলে দাম 22,490 টাকায় লিস্ট করা হয়েছে। তবে গত বছর লঞ্চ হওয়া এই ফোনটি 31,999 টাকায় বাজারে আনা হয়েছিল। ব্যাঙ্ক অফারের কথা বললে, IDFC FIRST ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পেমেন্টে 7.5 শতাংশ (1000 টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন। যার পরে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনের দাম কমে 21,490 টাকা হয় যাবে।
এক্সচেঞ্জ অফারে 20,800 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে রেডমি ফোনে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রেডমি নোট 13 প্রো প্লাস 5জি ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1220×2712 পিক্সেল রেজোলিউশন, 1800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনে অক্টা-কোর Mediatek Dimensity 7200-Ultra চিপসেট দেওয়া। রেডমি ফোনটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 13 প্রো+ ফোনের রিয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে রেডমি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 120W চার্জিং সাপোর্ট করে। প্রো প্লাস ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে ভারতে 5G ফোন আনছে Samsung, কম দামে মিলবে দুর্দান্ত ফিচার