Redmi Note 13 Pro plus 5G available at lowest Price on Flipkart check new offer
Redmi Note 14 series ভারতে আসার পর Xiaomi তার গত বছর লঞ্চ হওয়া Redmi Note 13 সিরিজ কে ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। তবে এই সিরিজের তিনটি স্মার্টফোন অনলাইন শপিং সাইটে বিক্রি হচ্ছে। Flipkart সাইটে এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে। এখানে আমরা যেই স্মার্টফোনের কথা বলছি সেটি হল Redmi Note 13 Pro+ 5G, যা 200MP ক্যামেরা সহ আসে।
বলে দি যে কোম্পানি Redmi Note 14 Series এ স্ট্যান্ডার্ড মডেলের সাথে Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ ফোনও নিয়ে এসেছে।
রেডমির এই সিরিজে তিনটি মডেল 8GB RAM+256GB, 12GB RAM+256GB এবং 12GB RAM+512GB স্টোরেজ সহ আসে। রেডমি নোট 13 প্রো+ 5জি ফোনের 8GB RAM স্টোরেজ মডেলটি 31,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। তবে এখন এটি Flipkart সাইটে 22,277 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে প্রায় 10,000 টাকার ছাড় অফার করছে কোম্পানি।
অফারের আওতায় কোম্পানি গ্রাহকদের ব্যাঙ্ক অফারও দিচ্ছে। যার পরে এতে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.