Redmi Note 13 5G
Redmi কোম্পানি সম্প্রতি তার নতুন Redmi Note 13 Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় তিনটি স্মার্টফোন Redmi Note 13 5G, Redmi Note 13 Pro, Redmi Note 13 Pro+ নিয়ে এসেছে। প্রথম সেলে কোম্পানি তার লেটেস্ট ফোনে ডিসকাউন্ট অফার করছে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের সমস্ত ডিটেল।
রেডমি নোট 13 ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Amazon থেকে করা হবে। এই ফোনের প্রথম সেল আজ অর্থাৎ 10 জানুয়ারি লাইভ হবে। ব্যাঙ্ক অফারের সাথে স্মার্টফোনটি 16,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Jio Prepaid Plan: 100 টাকার কমে 28 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা
রেডমি নোট 13 ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120hz দেওয়া।
রেডমি ফোনে রয়েছে 6nm MediaTek Dimensity 6080 চিপসেট।
রেডমির এই ফোন 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ আসবে।
রেডমির এই ফোনে 108 মেগাপিক্সেলে প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া।
রেডমি নোট 13 5G ফোনে 33W চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: Moto G34 5G India Launch: ভারতে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন, কম দামে চোখ ধাঁধানো ফিচার