Redmi-র এই 6 জনপ্রিয় সস্তা স্মার্টফোনের একধাপে দাম বাড়ল ভারতে, জানুন নতুন দাম

Updated on 03-Sep-2021
HIGHLIGHTS

Xiaomi ব্র্যান্ড Redmi সাব-ব্র্যান্ডের কিছু স্মার্টফোনের দাম 500 টাকা মতন বাড়িয়েছে

Redmi 9i স্মার্টফোনের দাম বেড়েছে 300 টাকা মতন

গত মাসেই Redmi Note 10T 5G মডেলের দাম বেড়েছিল 500 টাকা

রেডমি সাব-ব্র্যান্ড ইন্ডিয়ান টেক মার্কেটে একাধিক স্মার্টফোন মডেলের দাম বাড়িয়েছে। দাম বেড়েছে Redmi 9, Redmi 9 Power, Redmi 9 Prime, Redmi 9i,Redmi Note 10T 5G, Redmi Note 10S  স্মার্টফোনের। এগুলির মধ্যে বেশিরভাগ মডেলেরই দাম 500 টাকা মতন বেড়েছে। কেবল Redmi 9i মডেলের দাম বেড়েছে 300 টাকা। কিছুদিন আগেই Realme ব্র্যান্ড ভারতে বেশ কিছু মডেলের দাম বাড়িয়েছিল। এবার সেই পথেই হাঁটল শাওমি। বিভিন্ন ই কমার্স সাইডেও এই সমস্ত স্মার্টফোন মডেলের দামের পরিবর্তন চোখে পড়ছে। 

Redmi 9

Redmi 9 মডেলের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বেড়েছে। আগে এই ভ্যারিয়েন্টের দাম ছিল 8,999 টাকা। এখন তা প্রায় 500 টাকা মতন বেড়ে হয়েছে 9,499 টাকা। তবে Redmi 9 স্মার্টফোনের 4GB+128GB স্টোরেজ মডেলের দামের পরিবর্তন হয়নি। এখনও এই ভ্যারিয়েন্টের দাম রয়েছে  9,999 টাকা। 

Redmi 9 Power

Redmi 9 Power স্মার্টফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল 10,999 টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 11,499 টাকা। মোটামুটি 500 টাকা মতন দাম বেড়েছে। যদিও এই স্মার্টফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ও 6GB+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনো একই রয়েছে। 4GB+128GB ভ্যারিয়েন্টের মডেল এখন পাওয়া যাচ্ছে 11,999 টাকায়। 6GB+ 128GB ভ্যারিয়েন্ট মডেল পাওয়া যাচ্ছে 13,499 টাকায়। 

Redmi 9 Prime

Redmi 9 Prime মডেলের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 500 টাকা মতন বেড়েছে। আগে এই ভ্যারিয়েন্টের দাম ছিল 9,999 টাকা। এখন বেড়ে হয়েছে 10,499 টাকা। তবে এই স্মার্টফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে কোনো বদল আসেনি। এখনও এই ভ্যারিয়েন্টের দাম পড়বে 11,999 টাকা মতন। 

Redmi 9i

Redmi 9i স্মার্টফোনের 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা থেকে বেড়ে হয়েছে 8,799 টাকা। এই ভ্যারিয়েন্টের ওপর মোটামুটি 300 টাকা মতন দাম বেড়েছে।  এই স্মার্টফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও পাওয়া যাবে আগের দামেই, 9,299 টাকায়। 

Redmi Note 10T 5G

নতুন Redmi Note 10T 5G স্মার্টফোন  মডেল লঞ্চ হয়েছিল গত জুলাইতে। আগস্ট মাসেই এই মডেলের দাম বেড়েছিল 500 টাকা মতন। তখন থেকে এই স্মার্টফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছিল 14,499 টাকায়। তবে এখন আবার এই ভ্যারিয়েন্টের দাম বাড়লো আরও 500 টাকা। অর্থাৎ এখন থেকে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 14,999 টাকায় । Redmi Note 10T 5G স্মার্টফোনের 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম বেড়েছে। আগে এই ভ্যারিয়েন্ট মডেল পাওয়া যেত 16,499 টাকায়। এখন পাওয়া যাবে 16,999 টাকায়। দাম বেড়েছে 500 টাকা মতন।

Redmi Note 10S

Redmi Note 10S স্মার্টফোনের 6GB+128GB ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাবে 16,499 টাকায়। আগে এই ভ্যারিয়েন্ট মডেল মিলত 15,999 টাকায়। এই স্মার্টফোনের 4GB+128GB ভ্যারিয়েন্টের দামে কোনো বদল ঘটেনি। এখনও পাওয়া যাবে 14,999 টাকা প্রাইস রেঞ্জে।

Connect On :