Redmi 15C 5G vs Realme C85 5G compare India Price chipset Camera Battery specs details
Xiaomi ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন, Redmi 15C 5G লঞ্চ করেছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া Realme C85 5G এর সাথে প্রতিযোগিতা করবে। রেডমি 15সি 5জি ফোনটি ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আসে। রিয়েলমি সি85 5জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। আসুন রেডমি 15সি এবং রিয়েলমি সি85 5জি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার তুলনা দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, রেডমি 15সি 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,499 টাকা, 6GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে।
পাশাপাশি, রিয়েলমি সি85 5জি এর 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 6GB+128GB স্টোরেজের দাম 16,999 টাকা।
আরও পড়ুন: পেন্সিল থেকেও কম পাতলা, গ্লাস ডিজাইন সহ আসছে Motorola এর নতুন স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার
ডিসপ্লের কথা বললে, রেডমি 15সি 5জি তে রয়েছে 6.9-ইঞ্চি HD+ ডিসপ্লে যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিট পিক ব্রাইটনেস রয়েছে। রিয়েলমি সি85 5জি-তে রয়েছে 6.8-ইঞ্চি LCD HD+ ডিসপ্লে যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে।
ব্যাটারি ব্যাকআপ হিসেবে রেডমি 15সি 5জি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি সি85 5জি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি যা 45W ফস্ট চার্জিং পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম হিসেবে রেডমি 15সি 5জি ফোনটি Android 15 ভিত্তিক HyperOS 2 তে চলে। এছাড়া রিয়েলমি সি85 5জি ফোনটি Android 15 ভিত্তিক Realme UI 6.0 তে চলে।
প্রসেসর হিসেবে রেডমি 15সি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে কাজ করে। এছাড়া রিয়েলমি সি85 5জি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে রেডমি 15সি 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পিছনে একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়েলমি সি85 5জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের Sony IMX852 প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: BSNL এর 100GB ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, পুরো মাস আনলিমিটেড কলিং এবং SMS