Realme জানিয়েছে যে তাদের ফোন Realme 3র প্রত্যহ্ম সেলে প্রায় 210,000 ইউনিট বিক্রি হয়েছে আর এটি নিজের ক্ষেত্রে একটি বড় সংখ্যা আর কোম্পানি এবার একটি নতুন রেকর্ড করেছে
হাইলাইট
প্রথম সেলে Relame 3 210,000 ইউনিট বিক্রি হয়েছে
কোম্পানির তরফে এই বিষয়ে জানা গেছে
12মার্চ এই ফোনের প্রথম সেল হয়েছিল
কিছু দিন আগেই 8,999 টাকা প্রাথমি দামে ভারতে Realme তাদের নতুন ফোন Realme 3 লঞ্চ করেছিল আর এই ফোনটি গতকালই ফ্লিপকার্টে প্রথম সেলে এসেছিল। আর এই ফোনটির দ্বিতীয় সেল গতকাল রাত 8 টায় হয়েছিল।
আর এবার কোম্পানি জানিয়েছে যে এই দিনে দুটি সেল মিলিয়ে Realme 3 ফোনের প্রায় 210,000 ইউনিট বিক্রি হয়েছে। এই সেল ফ্লিপকার্টে হয়েছিল আর এর সঙ্গে কোম্পানির ওয়েবসাইট থেকেও এই ফোনটি বিক্রি করা হয়েছিল আর সব মিলিয়ে এত সংখ্যক ইউনিট বিক্রি হয়েছে।
এই Realme 3 ফোনের বিষয়ে আমরা যদি ডিটেলে দেখি তবে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 3GB/32GB আর এর দাম 8,999 টাকা আর এর দ্বিতীয় ভেরিয়েন্ট 4GB/64Gb র দাম 10,999 টাকা। আর এই ফোনের এই দামের মধ্যে ফোনটি প্রথম 1 মিলিয়ান ইউজার্সদের জন্য আর এর পরে এই ফোনের দাম বেড়ে যেতে পারে বলে জানা গেছে।
এই ফনে আপনারা একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে HD+720×15620 পিক্সালের সঙ্গে পাবেন আর এই ফোনে মিডিয়াটকে হেলিও P70 দেওয়া হেয়ছে আর ফাইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর সঙ্গে আছে ফেস আনলক ফিচার।
ফোনটির ক্যামেরা যদি দেখা হয় তবে দেখা যাবে যে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে। আর এর ব্যাটারি 4230 mAh।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।