48MP র পরে এবার 64MP ক্যামেরা! , একটি 64MP ক্যামেরা ফোনের ওপরে কোম্পানি কাজ করছে

48MP র পরে এবার 64MP ক্যামেরা! , একটি 64MP ক্যামেরা ফোনের ওপরে কোম্পানি কাজ করছে
HIGHLIGHTS

রিয়েলমির পরবর্তী ফোন 64MP ক্যামেরার হবে

ফোনে মোট চারটি ক্যামেরা থাকবে

এই বছর স্মার্টফোন কোম্পানি গুলি 48MP ক্যামেরা ফোন নিয়ে এসেছে আর এবার রিয়েলমি ক্যামেরাতে বড় পরিবর্তন করে প্রথম 64MP ক্যামেরা ফোন আনার তোড়জোড় করছে।

রিয়েলমির CEO মাধব শেঠ টুইটারে এই বিষয়ে জানিয়েছেন। কোম্পানি দাবি করেছে যে বিশ্বের প্রথম ফোন হবে যা 64MP র ক্যামেরা স্যামসাং ISOCELL ব্রাইট GW1 সেন্সারের সঙ্গে আসবে। আর তিনি এও নিশ্চিত করেন যে এই ফোনটি অন্য কোথাউ লঞ্চ হওয়ার আগে প্রথমে ভারতে আসবে।

স্যামসাংয়ের নতুন 64MP ISOCELL Bright GW1 ইমেজ সেন্সার 4-in-one পিক্সাল প্রযুক্তির সঙ্গে আসবে যা 0.8 মাইক্রো পিক্সাল একটি সিঙ্গেল 1.6 মাইক্রন পিক্সালে পরিবর্তিত হবে আর এটি লো লাইট কন্ডিশানে 16MP র ছবি আর ব্রাইট লাইট কন্ডিশানে 64MP র ছবি অফার করবে।

রিয়েলমির পরবর্তী ফোনে 100db রিয়েল টাইম HDR, 1080p স্লো মোশান ভিডিও আর সুপার PD অটো ফোকাসিং প্রযুক্তির সঙ্গে এসেছে।

আর এর সঙ্গে এই স্মার্টফোনটির বিষয়ে বেশি কিছু জানা জায়নি তবে এই ফোনটি তাদের ওয়েবো অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে এই ফোনটি রিয়েলমির প্রথম ফোন হবে যা চারটি ক্যামেরার সঙ্গে আসবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo