Realme P4x 5G launch in India on 4 December check specs design features
Realme শীঘ্রই এই সপ্তাহের শেষের দিকে আরেকটি নতুন স্মার্টফোন Realme P4x 5G লঞ্চ করবে। রিয়েলমি পি4এক্স 5জি ফোনের অফিসিয়াল লঞ্চের ঠিক আগে রিপোর্টে রিয়েলমি পি-সিরিজ ডিভাইসের দাম, RAM এবং স্টোরেজ ডিটেল প্রকাশ হয়েছে। ডিভাইসে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরজ পেয়ার করা। পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 7400 Ultra চিপসেটও থাকবে বলে আশা করা হচ্ছে। সাথে ফোনে বড় 7000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম কত হবে।
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করেছেন যে রিয়েলমি পি4এক্স 5জি ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 15,999 টাকা পর্যন্ত হতে পারে। ডিভাইসের 8GB+128GB মডেলের দাম 17,499 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা হতে পারে।
আরও পড়ুন: Samsung Ultra 5G স্মার্টফোনের বাম্পার ছাড়, 45 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
আপকামিং রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 4 ডিসেম্বর দুপুর 12টায় লঞ্চ হবে। কোম্পানি স্মার্টফোনের পাশাপাশি রিয়েলমি ওয়াচ 5 ও লঞ্চ করবে।
ফিচারের কথা বললে, রিয়েলমিক ফোনটি সবুজ, গোলাপি এবং ওয়াইট কালার অপশনে আসবে। সাথে এই ডিভাইসে AI ভিত্তিক 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। রিয়েলমি ফোনকে পাওয়ার দিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা 5জি চিপসেট দেওয়া হবে। সাথে ফোনে 18W পর্যন্ত ডায়নামিক RAM ও পাওয়া যাবে। এছাড়া ডিভাইসে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 7000mAh ব্যাটারি থাকবে।
এছাড়া ফোনকে গরম হওয়া থেকে রুখতে এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য রিয়েলমি পি4এক্স 5জি ফোনে 5300sq mm ভ্যাপার চেম্বার (ভিসি) থাকবে। তাছাড়া, ডিভাইসে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সাথে থাকবে ডিভাইসে 6.72-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে।
আরও পড়ুন: 50 দিন পর্যন্ত লাগবে না কোনো খরচ, প্রতিদিনের 3 টাকা খরচে BSNL দিচ্ছে আনলিমিটেড কলিং এবং ডেটা