50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি Realme P4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

Updated on 20-Aug-2025

ভারতে Realme P4 Pro 5G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের বেস মডেল 24,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

আরও পড়ুন: Jio এর পর Airtel ও বন্ধ করে দিল জনপ্রিয় এই সস্তা রিচার্জ প্ল্যান, এখন 50 টাকা বেশি করতে হবে খরচ

  • 8GB RAM+128GB : 24,999 টাকা
  • 8GB RAM+256GB : 26,999 টাকা
  • 12GB RAM+256GB : 28,999 টাকা

তবে লঞ্চ অফারের আওতায় রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনটি 19,999 টাকার শুরু দামে কেনা যাবে। যার মানে ফোনের বেস মডেলটি 3000 টাকার ছাড়ে কেনা যাবে। এছাড়া গ্রাহকরা 2000 টাকার এক্সচেঞ্জ অফারও পাবেন। তবে বলে দি যে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের এই অফার শুধুমাত্র 27 আগস্ট প্রথম সেল চলাকালীন পাওয়া যাবে।

রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া যা 1280×2800 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 6500 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ফোনে Adreno GPU সহ কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া। এই ফোনটি 8GB/12GB LPDDR4X RAM এবং 128GB/256GB/512GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনটি 7000mAh এর ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন Android 15 ভিত্তিক Realme UI 6.0 তে কাজ করে।

আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 10000 টাকা সস্তা হয় গেল Samsung 5G স্মার্টফোন, নতুন দাম জেনে অবাক হয় যাবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :