Realme P3 Pro 5G launched in India
Realme আজ 18 ফেব্রুয়ারি ভারতে তার P3-Series লঞ্চ করতে চলেছে। রিয়েলমি পি3 সিরিজের আওতায় কোম্পানি দুটি ফোন Realme P3 pro এবং Realme P3x 5G লঞ্চ করবে। দুটি আপকামিং স্মার্টফোনের বিষয় Flipkart সাইট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
কোম্পানির লঞ্চ ইভেন্ট রিয়েলমি ইন্ডিয়ার সাইট এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক দুটি ফোনে কী বিশেষ থাকবে এবং দাম কত হবে।
আরও পড়ুন: 14 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, জানুন কোথায় পাবেন এই চমকে দেওয়া অফার
রিয়েলমি পি3 প্রো ফোনে একগুচ্ছ হাই এন্ড ফিচার দেওয়া হয়েছে। প্রো ভ্যারিয়্যান্টে কোয়াড কার্ভড ডিসপ্লে, এন্ডভান্স এয়রোস্পেস গ্রেড VC কুলিং সিস্টাম সহ আসবে। পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি পি3 প্রো ফোনে Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি পি3 প্রো ফোনে 6000mAh ব্যাটারি থাকবে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করবে। ফোনে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP66+IP68+IP69 রেটিং দেওয়া। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP সেন্সর পাওয়া যাবে। রিয়েলমি পি3 প্রো ফোন BGMI টুর্নামেন্ট সার্টিফাইড পারফরম্যান্স সহ আসবে। এছাড়া এতে জিটি বুস্ট ফিচার পাওয়া যাবে।
লিক থেকে জানা গেছে যে পি3 প্রো ফোনের বেস মডেলের দাম প্রায় 25,000 টাকা থেকে শুরু হতে পারে।
আপকামিং রিয়েলমি পি3এক্স 5জি ফোনের ফিচারে কথা বললে, এতে 6000mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি ডুয়াল কIP রেটিং অর্থাৎ IP68+IP69 সহ আসবে, যা এই সেগামেন্টে প্রথম। এছাড়া ফোনটি মিলিট্রি গ্রেড শক রেসিস্টেন্টও হবে। এটি সেগামেন্টের প্রথম ফোন হবে, যা Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ আসবে।