রিয়েলমি সম্প্রতি ভারতে Realme P3 সিরিজ লঞ্চ করেছিল
এখন কোম্পানির Realme P-Carnival Sale চলছে
সেলে Realme P3 এবং Realme P3 Pro 5G ফোন 4000 টাকা সস্তায় কেনার যাবে
Realme P3 and Realme P3 Pro 5G discounted during Realme P Carnival sale
রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme P3 Pro লঞ্চ করেছিল। এখন কোম্পানির Realme P-Carnival Sale চলছে। সেল চলাকালীন Realme P3 সিরিজের ফোন 4000 টাকা সস্তায় কেনার সুযোগ রয়েছে। বলে দি যে রিয়েলমি পি3 এবং Realme P3 Pro ফোনটি চলতি বছরের শুরুতে ভারতে আনা হয়েছে। রিয়েলমির এই সেলটি আজ 22 এপ্রিল থেকে শুরু হবে যা 24 এপ্রিল পর্যন্ত চলবে। আসুন রিয়েলমির ফোনে পাওয়া অফারের সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Realme P3 Series ফোনের দাম কত এবং অফার কী
রিয়েলমি পি3 প্রো ভারতে 23,999 টাকার শুরু দামে লঞ্চ করা হয়েছিল।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.