4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Realme P3 Series স্মার্টফোন, লিমিটেড টাইম ডিল, জানুন কোথায় মিলবে

Updated on 22-Apr-2025
HIGHLIGHTS

রিয়েলমি সম্প্রতি ভারতে Realme P3 সিরিজ লঞ্চ করেছিল

এখন কোম্পানির Realme P-Carnival Sale চলছে

সেলে Realme P3 এবং Realme P3 Pro 5G ফোন 4000 টাকা সস্তায় কেনার যাবে

রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme P3 Pro লঞ্চ করেছিল। এখন কোম্পানির Realme P-Carnival Sale চলছে। সেল চলাকালীন Realme P3 সিরিজের ফোন 4000 টাকা সস্তায় কেনার সুযোগ রয়েছে। বলে দি যে রিয়েলমি পি3 এবং Realme P3 Pro ফোনটি চলতি বছরের শুরুতে ভারতে আনা হয়েছে। রিয়েলমির এই সেলটি আজ 22 এপ্রিল থেকে শুরু হবে যা 24 এপ্রিল পর্যন্ত চলবে। আসুন রিয়েলমির ফোনে পাওয়া অফারের সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Realme P3 Series ফোনের দাম কত এবং অফার কী

রিয়েলমি পি3 প্রো ভারতে 23,999 টাকার শুরু দামে লঞ্চ করা হয়েছিল।

পি কার্নিভাল সেলের আওতায়, রিয়েলমি পি3 প্রো ফোনটি 19,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

গ্রাহকরা রিয়েলমি ফোনটি ব্যাঙ্ক অফারে 4000 টাকা সস্তা বা 3000 টাকা এক্সচেঞ্জ বোনাসে কিনতে পারবেন।

আরও পড়ুন: প্রাইভেট কোম্পানি Jio, Airtel এর দামি রিচার্জ থেকে মুক্তি, 180 দিনের সস্তা প্ল্যানে BSNL গ্রাহকদের বিরাট লাভ

এবার কথা রিয়েলমি পি3 5জি ফোনের। রিয়েলমি পি3 ফোনটি 16,999 টাকার শুরুর দামে আনা হয়ছিল।

তবে সেলের আওতায় ফোনটি মাত্র 15,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

সেল চলাকালীন লিমিটেড সময়ের জন্য ফোনের 6GB/128GB মডেলে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে 8GB/128GB এবং 8GB/256GB ফোনটি 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

বলে দি যে রিয়েলমি পি-কার্নিভাল সেলে স্মার্টফোন Flipkart এবং রিয়েলমি ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 7000mAh বড় ব্যাটারি এবং সুপার ব্রাইট ডিসপ্লে সহ নতুন Oppo 5G ফোন লঞ্চ, দাম 17999 টাকা থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :