রিয়েলমি ভারতে Narzo 80 Series এর realme Narzo 80x 5G এবং realme Narzo 80 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে
নারজো 80 প্রো 5জি এর দাম ভারতে 17,999 টাকা থেকে শুরু
এই ফোনের আর্লি বর্ড সেল 9 এপ্রিল বিকেল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শুরু হবে
best 5G smartphones under rs 15000 deals on Amazon Great Indian Festival sale 2025
রিয়েলমি আজ ভারতে Narzo 80 Series এর দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। মিড-রেঞ্জ সেগামেন্টে realme Narzo 80x 5G এবং realme Narzo 80 Pro 5G চালু করা হয়েছে। নারজো 80এক্স একটি লো বাজেট ডিভাইস। পাশাপাশি, রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোন মিড বাজেট সেগামেন্টে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশ সম্পর্কে।
realme Narzo 80 Pro 5G ফোনের দাম কত এবং বিক্রি কবে
রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনটি ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
8GB RAM+128GB স্টোরেজ = 19,999 টাকা
8GB + 256GB স্টোরেজ = 21,499 টাকা
12GB + 256GB স্টোরেজ = 23,499 টাকা
তবে বলে দি যে লঞ্চ অফারের আওতায় কোম্পানি নতুন নারজো 80 প্রো 5জি ফোনে 2000 টাকা ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম শুরু হবে 17,999 টাকা থেকে। বাকি দুটি মডেলও 19,499 টাকা এবং 21,499 টাকায় কেনা যাবে।
এই ফোনের আর্লি বর্ড সেল 9 এপ্রিল বিকেল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শুরু হবে। এর পর এটি লিমিটেড পিরিয়াড সেল 11 এপ্রিল বিকেল 6 থেকে রাত 12 পর্যন্ত চলবে। গ্রাহকরা এই ফোনটি রিয়েলমি সাইট এবং Amazon সাইট থেকে কিনতে পারবেন।
রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ডিসপ্লে: নারজো 80 প্রো 5জি ফোনে 6.77-ইঞ্চির ফুলইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে নারজো 80 প্রো 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 অক্টাকোর প্রসেসরে লঞ্চ করা হয়েছে।
মেমোরি: নারজো 80 প্রো 5জি ফোন 8 জিবি RAM মডেলে 10 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM সহ পেয়ার করা। যার মানে এতে মোট 18GB পর্যন্ত RAM পাওয়া যাবে। একইভাবে 12GB RAM মডেলে 14GB ভার্চুয়াল RAM পেয়ার করে মোট 26GB পর্যন্ত RAM পাওয়ার দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের মেইন 50MP Sony IMX882 সেন্সর সাথে 2MP monochrome লেন্স পেয়ার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16MP Sony IMX480 সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে নারজো 80 প্রো 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি সহ আনা হয়েছে যা 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.