realme Narzo 80 Pro 5G and Narzo 80x 5G launch in India on April 9 Early Bird Sale and Student offers
রিয়েলমি কোম্পানি 9 এপ্রিল ভারতে তার নারজো সিরিজের দুটি স্মার্টফোন Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80x 5G লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি এই ফোনের আর্লি বার্ড সেল এবং লিমিটেড পিরিয়াড সেলের ঘোষণা করে দিয়েছে। এছাড়া কোম্পানি স্টুডেন্টসদের নারজো 80 প্রো 5জি ফোনে 1299 টাকার এক্সক্লুসিভ সুবিধা অফার করবে।
রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনের আর্লি বার্ড সেল 9 এপ্রিল বিকেল 6টা থেকে মধ্যরাত্রি পর্যন্ত পাওয়া যাবে। এই সেল ই-কমার্স সাইট Amazon এবং রিয়েলমির অফিসিয়াল সাইটে আয়োজিত করা হবে।
আরও পড়ুন: 200 টাকার কম দামের এই তিনটি রিচার্জ প্ল্যান চলবে পুরো 90 দিন, 15 জিবি পর্যন্ত ডেটা সাথে JioHotstar
লিমিটেড পিরিয়াড সেলে রিয়েলমির দুটি নতুন ফোন নারজো 80 প্রো 5জি এবং নারজো 80এক্স 5জি বিক্রি করা হবে। এই সেল অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল সাইটে 11 এপ্রিল বিকেল 6টা থেকে মধ্যরাত্রি পর্যন্ত চলবে।
ছাত্রদের কথা মাথায় রেখে একটি বিশেষ অফার নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি। এই অফারে ছাত্ররা নারজো 80 প্রো 5জি ফোনের প্রথম সেলে এক বছরের স্ক্রিন ডেমেজ প্রোটকশন পাবেন একদম বিনামূল্যে। তবে এটির দাম 1299 টাকা।
দামের কথা বললে, রিয়েলমি নারজো 80এক্স 5জি ফোনটি 13 হাজার টাকার কম দামে আসবে। পাশাপাশি, নারজো 80 প্রো 5জি ফোনের দাম 20 হাজার টাকার কম হবে।
ফিচারের কথা বললে, এটি এই সেগামেন্টে সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা সবচেয়ে স্লিম ফোন হবে। রিয়েলমি ফোনে পাওয়ার দিতে এতে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি 80W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে এতে ডাইমেনসিটি 7400 চিপসেট থাকবে। গেমিংয়ের জন্য এই ফোনে কোম্পানি BGMI খেলার সময় 90FPS এর গেমপ্লে অফার করবে। ফোনে কোম্পানি এই সেগামেন্টের সবচেয়ে বড় 6050mm VC কুলিং সিস্টাম দিতে চলেছে। ফোনের ডিসপ্লেতে 4500 নিটস পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করবে।
এবার কথা নারজো 80এক্স 5জি ফোনের। এই ফোনেও কোম্পানি 6000mAh ব্যাটারি অফার করবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। প্রসেসর হিসেবে এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপসেট। ফোনে কোম্পনি মিলিট্রি-গ্রেড শক রেজিস্টেন্ট দিতে চলেছে। রিয়েলমি নারজোর এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফর্ট ডিসপ্লে সহ আসবে।
আরও পড়ুন: 5000 টাকার কম দামের এই সস্তার Portable Air Cooler, ভ্যাপসা গরমে বাড়িকে রাখবে ঠান্ডা-ঠান্ডা কুল-কুল