Realme Narzo 30 series: হ্যান্ডসেট নির্মাতা সংস্থা Realme ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য নতুন রিয়েলমি নারজো 30 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A স্মার্টফোন বাজারে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল প্রো ভ্যারিয়্যান্টে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U চিপসেট এবং 5G কানেক্টিভিটি সপোর্টের সাথে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি দুর্দান্ত স্মার্টফোনের ভারতে দাম এবং তাদের স্পেসিফিকেশন সম্পর্কে….
রিয়েলমি নারজো 30 প্রো 5G স্মার্টফোনের 6 জিবি র্যাম / 64 জিবি স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা, টপ ভ্যারিয়্যান্ট 8 জিবি র্যাম / 128 জিবি স্টোরেজ রয়েছে এবং এই মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে। ফোন দুটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে, Sword Black এবং ব্ল্যাক। বিক্রির কথা যদি বলি তবে ফোনের বিক্রি 4 মার্চ দুপুর 12টা থেকে শুরু হবে। নারজো 30 প্রো স্মার্টফোন কেনার সময়, আপনি ICICI ব্যাংক ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজেকশনে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন Android 10 এর ভিত্তিতে রিয়েলমি ইউআই-তে কাজ করে। ফোনে 6.5 ইঞ্চির ফুল-এইচডি + (1080 x 2400 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। ফোনের অ্যাসপেক্ট রেশিও 20: 9, রিফ্রেশ রেট 120 হার্জেড এবং স্ক্রিন-টু-বডি রেশিও 90.7 শতাংশ, টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ রয়েছে।
মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনশন 800 ইউ প্রসেসর ব্যবহৃত হয়েছে, বলে দি যে এই চিপসেটের ব্যবহার সম্প্রতি লঞ্চ হওয়া Realme X7 স্মার্টফোনে করা হয়েছে। গ্রাফিক্সের জন্য Mali-G57 MC3 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনে 8 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব।
এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, বলে দি যে রিটেল বক্সে সংস্থা 30 ওয়াটের একটি ফাস্ট চার্জরও দেওয়া হয়েছে। সংস্থা দাবি করেছে যে চার্জার 65 মিনিটে 0 থেকে 100 শতাংশ ফোন চার্জ করে। এছাড়াও ফোন ওটিজি রিভার্স চার্জিংও সপোর্ট করে।
Realme Narzo 30 Pro এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এর প্রাথমিক ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেল, অ্যাপারচার এফ/1.8, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং এর অ্যাপারচারটি এফ/2.4 । একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকছে এবং এর অ্যাপারচারটি এফ/2.1।
রিয়েলমি নারজো 30 প্রো 5G স্মার্টফোনে সুরক্ষার জন্য ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোন ফেস অনলক ফিচারও থাকবে এবং এই ফোনে গ্রাহকরা ডলবি আতমোস এবং হাই-রেজ অডিও যেমন ফিচার্সও পাওয়া যাবে। ফোনের নীচে সিঙ্গেল স্পিকার রয়েছে। ফোনে 5G সপোর্ট ছাড়া 4G LTE, ব্লুটুথ ভার্সন 5.1, ওয়াই ফাই 802.11 এসি, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
রিয়েলমি নারজো 30A স্মার্টফোনের 3 জিবি র্যাম / 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 8,999 টাকা, এই ফোনের 4 জিবি র্যাম / 64 জিবি স্টোরেজের টপ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। সেলের কথা বললে, হ্যান্ডসেটের বিক্রি 5 মার্চ দুপুর 12 টা থেকে শুরু হবে।
Realme Narzo 30A দুটি কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে, লেজার ব্লু এবং লেজার ব্ল্যাক। এই দুটি স্মার্টফোনের সেল সংস্থার ই-কমার্স সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রিয়েলমি ডট কম থেকে করা হবে।
এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন Android 10 এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউআইতে কাজ করে এবং এই ফোনে একটি 6.5 ইঞ্চির মিনি-ড্রপ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যা এইচডি রেজোলিউশন সহ আসে। এর অ্যাসপেক্ট রেশিও 20: 9, স্ক্রিন-টু-বডি রেশিও 88.9 শতাংশ এবং পিক ব্রাইটনেস 570 নিট।
ফোনে 4G LTE, ব্লুটুথ ভার্সন 5, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই ফাই 802.11 এসি, জিপিএস / এ-জিপিএসের মতো বৈশিষ্ট্য রয়েছে। সুরক্ষার জন্য, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফোনের পিছনে দেওয়া হয়েছে।
রিয়েলমি নারজো 30A স্মার্টফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাথে 4 জিবি পর্যন্ত র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব হবে। নতুন এন্ট্রি-লেভেলের এই স্মার্টফোনে সংস্থা 6000mAh ব্যাটারি দিয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে।
ফোনের পিছনের প্যানেলে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, প্রাথমিক ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার এফ/2.2, পোর্ট্রেট ক্যামেরা সেন্সর সহ অ্যাপারচার এফ / 2.4 রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ / 2.0 রয়েছে। ফোনটিতে সুপার নাইটস্কেপ মোড, থ্রি নাইট ফিল্টার, ক্রোমা বুস্ট, রেট্রো পোর্ট্রেট মোডের মতো ক্যামেরা ফিচার পাবেন।