মাত্র 6599 টাকা দামে 6300mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করল Realme

Updated on 23-Jul-2025

রিয়েলমি ভারতে তার নতুন বাজেট স্মার্টফোন Realme Narzo 80 Lite 4G লঞ্চ করেছে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনটি ইউনিসোক টি7250 অক্টাকোর চিপসেটে কাজ করে। বলে দি যে কোম্পানি গত মাসে রিয়েলমি নারজো ৮০ লাইট 5G ফোন ভারতে লঞ্চ করেছিল, যা মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে। আসুন লো বাজেট স্মার্টফোন রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে Realme Narzo 80 Lite 4G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 7299 টাকা রাখা হয়েছে। কিন্তু 700 টাকা ভাউচার বা 500 টাকা ভাউচার এবং 200 টাকা ব্যাঙ্ক অফারের পর 6599 টাকায় কেনা যাবে। এছাড়া, 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 8299 টাকা রাখা হয়েছে। তবে ছাড়ের পর 7599 টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ Vivo X200 FE স্মার্টফোনের আজ থেকে সেল শুরু, 6000 টাকা ছাড়ে কেনার সুযোগ

নতুন রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনের বিক্রি Amazon সাইট এবং রিয়েলমি অফিসিয়াল সাইট থেকে করা হবে। ফোনের ফ্ল্যাশ সেল 28 জুলাই থেকে শুরু হবে এবং প্রথম সেল 31 জুলাই থেকে শুরু হবে।

রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটি অক্টাকোর UNISOC T7250 12nm প্রসেসরে কাজ করে। ফোনের সাথে 4GB LPDDR4X RAM এবং 64GB / 128GB স্টোরেজ পেয়ার করা।

পাওয়ার দিতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি Omnivision OV13B ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 5 মেগাপিক্সেল SC520CS ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে 6300mAh ব্যাটারি দেওয়া যা 15W ফাস্ট চার্জিং এবং 6W রির্ভাস চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: সবচেয়ে বড় ছাড়ে Samsung Smart TV কেনার সুযোগ, মাত্র 13 হাজারের খরচে 32 ইঞ্চির লেটেস্ট টিভি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :