Realme GT8 Pro India launch and key features announced
Realme ভারতীয় বাজার নভেম্বর মাসে Realme GT 8 Pro লঞ্চ করতে চলেছে, যার ঘোষণা কোম্পানি আজ করেছে। চীনা মডেলের মতো Realme GT 8 সিরিজের স্মার্টফোন কোয়ালকম Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ আসবে। এটি হাইপরভিশন HyperVision AI চিপের সাথে থাকবে। ভারতীয় বাজারে, রিয়েলমির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। কোম্পানি এখন পর্যন্ত দেশে রিয়েলমি জিটি 8 এর বিক্রি নিশ্চিত করেনি। আসুন রিয়েলমি জিটি 8 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
রিয়েলমি তার X (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে ঘোষণা করেছে যে নভেম্বর ভারতে তার ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি 8 প্রো লঞ্চ করবে। দুটি মাইক্রোসাইট থেকে স্মার্টফোনের লঞ্চিং নিশ্চিত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি জিটি 8 প্রো দেশে ফ্লিপকার্ট এবং কোম্পানির অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।
আরও পড়ুন: নভেম্বর মাসের এই দিন ভারতে লঞ্চ হবে OnePlus 15, Snapdragon 8 Elite Gen 5 সহ আসা হবে প্রথম স্মার্টফোন
21 অক্টোবর চীনে Realme GT 8 এর পাশাপাশি Realme GT 8 Pro লঞ্চ করেছে কোম্পানি। ফোনের 12GB/256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম CNY 3,999 (প্রায় 50,000 টাকা) এবং 16GB/1TB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম CNY 5,199 (প্রায় 64,000 টাকা)। স্মার্টফোনটি নীল, সাদা এবং সবুজ রঙে পাওয়া যাচ্ছে।
মাইক্রোসাইট থেকে জানা গেছে যে রিয়েলমি জিটি 8 প্রো এর ভারতীয় ভ্যারিয়্যান্টে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে। বলে দি যে একই প্রসেসর চীনা ভ্যারিয়্যান্টেও দেওয়া হয়েছে। এটিও নিশ্চিত করা হয়েছে যে এতে Ricoh GR-টিউনড রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এটি একটি HyperVision AI চিপ হবে।
চীনে রিয়েলমি জিটি 8 প্রো ফোনে রয়েছে 6.79-ইঞ্চি QHD+ AMOLED ফ্লেক্সিবাল ডিসপ্লে, যার রেজোলিউশন 1440×3136 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত, 7000 নিট পিক ব্রাইটনেস থাকবে। এই ফোনটি অক্টাকোর Qualcomm 3nm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে কাজ করে। এটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া। এই স্মার্টফোনে 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি দেওয়া।
আরও পড়ুন: মাত্র 11000 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে Full Automatic Washing Machine, জলের দরে কেনার সুযোগ