ভারতে ধামাকা করতে নভেম্বর মাসেই আসছে Realme GT 8 Pro, সোয়াইপ ক্যামেরা সহ থাকবে সবচেয়ে শক্তিশালী প্রসেসর

Updated on 06-Nov-2025
HIGHLIGHTS

রিয়েলমি শীঘ্রই ভারতে তার আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যার নাম Realme GT 8 Pro

রিয়েলমি নিশ্চিত করেছে যে রিয়েলমি জিটি 8 প্রো ভারতে 20 নভেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে

রিয়েলমি জিটি 8 প্রো ডিভাইসে ফ্ল্যাগশিপ 3nm অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট থাকবে

রিয়েলমি শীঘ্রই ভারতে তার আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যার নাম Realme GT 8 Pro। এই ডিভাইসটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে লঞ্চ হওয়ার খবর রয়েছে। বলে দি যে রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি ইতিমধ্যেই 21 অক্টোবর চীনে লঞ্চ করা হয়েছে।

চীনা কোম্পানি এই ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও প্রকাশ করেছে, যার লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং রিয়েলমি ফোনটি চীনা ভ্যারিয়্যান্টের মতোই হবে। যার মানে ডিভাইসে ফ্ল্যাগশিপ 3nm অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট থাকবে, যা হাইপার ভিশন+ এআই চিপের সাথে আসবে। আসুন জেনে নেওয়া যাক ফোনে আর কী বিশেষ থাকবে…

আরও পড়ুন: Recharge Plans Hike: Jio, Airtel, Vodafone idea এর সস্তা রিচার্জ প্ল্যানের দিন শেষ, এই দিন থেকে করতে হবে বেশি খরচ

ভারতে Realme GT 8 Pro কবে হবে লঞ্চ

রিয়েলমি নিশ্চিত করেছে যে রিয়েলমি জিটি 8 প্রো ভারতে 20 নভেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। ডিভাইসটির জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। ফোনটি আগেই চীনে লঞ্চ হয়েছে, যেখান থেকে আগামী ফোনের একাধিক ফিচার আমাদের জানা রয়েছে। এছাড়া রিয়েলমিও বেশ কিছুদিন ধরে রিয়েলমি জিটি 8 প্রো এর ভারতীয় ভেরিয়েন্টের স্পেসিফিকেশন নিয়েও টিজ করছে।

Realme GT 8 Pro launching in India November 20

রিয়েলমি জিটি 8 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি 8 প্রো ফোনে কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে, যার সাথে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ পেয়ার করা হবে। সাথে ডিভাইসে Hyper Vision+ AI চিপও থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 7000mAh ব্যাটারি থাকবে এবং 120W Ultra Charge ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপকামিং রিয়েলমি ডিভাইসটি Android 16-ভিত্তিক Realme UI 7.0-এও চলবে।

ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য রিয়েলমি জিটি 8 প্রো ফোনে সোয়াইপ ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। এতে রিকো জিআর ইমেজিং সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনে 7000 নিট পিক ব্রাইটনেস হবে বলেও আশা করা হচ্ছে। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশনের ডিসপ্লে সাপোর্ট করবে। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69 রেটিং অফার করবে।

আরও পড়ুন: 15000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Google এর নতুন Pixel 10 স্মার্টফোন, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :