Realme-GT-7T
রিয়েলমি এই মাসে 27 তারিখ ভারতে তার GT 7 series নিয়ে হাজির হতে চলেছে। এই সিরিজের আওতায় দুটি পাওয়ারফুল ফোন realme GT7 এবং realme GT 7T লঞ্চ করা হবে। এরই মধ্যে 7000mAh ব্যাটারি সহ রিয়েলমি জিটি ৭টি এর দাম বাজারে ইতিমধ্যে লিক হয় গেছে। এই ফোনের মেমোরি ভ্যারিয়্যান্ট সহ দামও টিসপ্টার শেয়ার করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক।
আপকামিং রিয়েলমি জিটি ৭টি ফোনের দাম টিপস্টার পারস গুগলানি তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ শেয়ার করা হয়েছে। লিকে জানানো হয়েছে যে এই রিয়েলমি ৫জি ফোনের 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হবে। এতে 256GB এবং 512GB স্টোরেজ পাওয়া যাবে। রিয়েলমি ফোনের দাম 34,999 টাকা এবং টপ ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা হবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সহ Vivo 5G ফোনের দাম একধাপ হল কম, 5500 টাকার বড় ছাড়
একটি অন্য লিক অনুযায়ী, এই দাম ফোনের MRP হতে পারে। অর্থাৎ রিয়েলমি জিটি ৭টি এরচেয়ে সস্তা দামে আসতে পারে। কোম্পানি অফার বা ডিসকাউন্টের সাথে এই ফোনটি 29,999 টাকার শুরুর দামে বিক্রি হতে পারে। এছাড়া টপ মডেলের সেলিং প্রাইস 36,999 টাকা হতে পারে।
আগামী 27 মে রিয়েলমি জিটি ৭ সিরিজ আসবে। এটি গ্লোবাল লঞ্চ হবে যা ফ্রান্স এর প্যারিস শহরে করা হবে। এই গ্লোবাল ইভেন্টে রিয়েলমি জিটি৭ এবং রিয়েলমি জিটি ৭টি ভারেত লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্ট ভারতে ২৭ মে দুপুর ১.৩০ নাগাদ শুরু হবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিয়েলমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ Flipkart সাইটে লাইভ দেখা যেতে পারে।
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি ৭ ৫জি ফোনে 6.78-ইঞ্চির 1.5K OLED স্ক্রিন দেওয়া হয়েছে। এটি BOE Q10 লিউমিনসে তৈরি হবে যা 144Hz রিফ্রেশ রেট এবং 6500 নিট লোকল পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি জিটি ৭ চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্লাস অক্টাকোর প্রসেসরে লঞ্চ করা হবে। গেমিংয়ের ক্ষেত্রে আপকামিং রিয়েলমি ফোন 7700mm² VC কুলিং প্লেট সহ আইস-সেসিং ডাবল লেয়ার কুলিং টেকনোলজি সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই রিয়েলমি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পেয়ার করা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি জিটি ৭ ফোনে শক্তিশালী 7200mAh টাইটন ব্যাটারি সাপোর্ট করবে। বড় ব্যাটারিকে ফাস্ট চার্জ করতে স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানি অনুযায়ী, এই ব্যাটারি মাত্র 19 মিনিটে 50 পর্যন্ত চার্জ হতে পারে।
আরও পড়ুন: 12 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Google Pixel 9 ফোন, এই ডিল মিস করা যাবে না