realme GT 7 Pro Price drop under Rs 50000 from Rs 59999 on Amazon
ফ্ল্যাগশিপ কিলার ফোন Realme GT 7 Pro সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। ফিচার হিসেবে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে রয়েছে Snapdragon 8 Elite, 6500 নিটস ব্রাইটনেস, 120W চার্জিং এবং প্রিমিয়াম ক্যামেরা। আপনি যদি এমন এই স্মার্টফোনটি কিনতে চান তবে এখনই সেরা সুযোগ। আসলে Amazon Prime Day Sale এ এই ফোনটি 15,000 টাকা সেরা ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
দামের কথা বললে, রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনটি প্রাইম ডে সেলে 15000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর ফোনের দাম কমে 44,999 টাকা হয় গেছে। এখান থেকে কিনুন
তবে বলে দি যে ফোনটি লঞ্চের সময় 59,999 টাকা দামে বাজারে আনা হয়েছিল। সেই হিসেবে ফোনটি ১৫০০০ টাকা ছাড়ে কেনা যাবে।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে 41,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি IP69 রেটিং সহ আসে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। ডিসপ্লে হিসেবে এই ফোনটি 6.78-ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন সহ আসে যা 2780*1264 পিক্সেল রেজোলিউশন সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট, HDR 10+, ডলবি বিসন সাপোর্ট করে। প্রসেসর হিসেবে Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 120W ওয়্যারড চার্জিং সহ 5800mAh ব্যাটারি সাপোর্ট করে।