Realme আনছে 7000mAh ব্যাটারি সহ নতুন বাজেট 5G স্মার্টফোন, ভারতে এই দিন হবে লঞ্চ

Realme আনছে 7000mAh ব্যাটারি সহ নতুন বাজেট 5G স্মার্টফোন, ভারতে এই দিন হবে লঞ্চ

রিয়েলমি শীঘ্রই তার আরেকটি বাজেট স্মার্টফোন Realme C85 5G ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি ই-কমার্স সাইটে আপকামিং রিয়েলমি নতুন ফোনের লঞ্চ তারিখের ঘোষণা করেছে। এই নতুন বাজেট স্মার্টফোনটি Flipkart এবং কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে। কোম্পানি তার নতুন রিয়েলমি C-Series এর স্মার্টফোনের লঞ্চ তারিখের পাশাপাশি স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। কোম্পানি টিজ করে জানিয়েছে যে ফোনটি 7000mAh ব্যাটারি সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি সি85 ফোনের লঞ্চ তারিখ কবে, দাম কত হবে এবং স্পেসিফিকেশন কী থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme C85 5G ফোন ভারতে কবে হবে লঞ্চ

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী, আপকামিং রিয়েলমি সি85 5জি ফোনটি ভারতে 28 নভেম্বর লঞ্চ হবে। মাইক্রোসাইট থেকে এটিও নিশ্চিত করা হয়েছে যে আপকামিং রিয়েলমি সি85 ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে। রিয়েলমি তার আপকামিং স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনও নিশ্চিত করে দিয়েছে।

আরও পড়ুন: Black Friday Sale: 12 হাজার টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন

রিয়েলমি সি85 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

Realme C85 5G Launch in India on November 28
Realme C85 5G Launch in India on November 28

ফিচারে কথা বললে, কোম্পানি দাবি করেছে যে রিয়েলমি সি85 5জি ফোনে 7000mAh এর ব্যাটারি থাকবে য়া 22 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টার কলিং এবং 145 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক অপার করবে। এছাড়া কোম্পানি দাবি করেছে যে এটি 465W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপকামিং রিয়েলমি ফোনটি মাত্র 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে।

এছাড়া রিয়েলমি সি85 5জি ফোনটি IP69 রেটিং অফার করবে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। এছাড়া এটি MIL-STD 810H গ্রেড শক রেসিস্টেন্ট সহ আসবে। এখন পর্যন্ত কোম্পানি নতুন রিয়েলমির স্ক্রিন সাইজের বিষয় কিছু জানায়নি, তবে এটি নিশ্চিত যে ফোনে 1200 নিট পিক ব্রাইটনেস অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি সি85 5জি ফোনে থাকবে 50 মেগাপিক্সেল Sony AI রিয়ার ক্যামেরা। এটি AI ভিত্তিক ইমেজ এডিটার, এআই এডিট জেনি সাপোর্ট করবে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, OnePlus 15R এবং OnePlus Pad Go 2 এর ঘোষণা, এই দিন ভারতে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo